এক্সপ্লোর
কোহলিকে সমস্যায় ফেলার মতো দক্ষতা আছে আমাদের পেসারদের, দাবি টিম পেইনের
![কোহলিকে সমস্যায় ফেলার মতো দক্ষতা আছে আমাদের পেসারদের, দাবি টিম পেইনের Our pacers have skills to trouble Kohli: Paine কোহলিকে সমস্যায় ফেলার মতো দক্ষতা আছে আমাদের পেসারদের, দাবি টিম পেইনের](https://static.abplive.com/wp-content/uploads/sites/3/2018/12/02130947/index.php_.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
সিডনি: আসন্ন টেস্ট সিরিজে ভারতের অধিনায়ক বিরাট কোহলিকে সমস্যায় ফেলার মতো যথেষ্ট ক্ষমতা আছে অস্ট্রেলিয়ার পেসারদের। এমনই দাবি করলেন অস্ট্রেলিয়ার অধিনায়ক টিম পেইন। তিনি এক সাক্ষাৎকারে বলেছেন, ‘আমাদের ফাস্ট বোলারদের যা দক্ষতা আছে, তাতে ওরা বিরাট কোহলিকে ঝামেলায় ফেলবে। আমরা যখন অতিরিক্ত আবেগতাড়িত হয়ে পড়ি, তখন একটু দিশা হারিয়ে ফেলি। তবে আমি নিশ্চিত, আমাদের বোলাররা আগুন ঝরাবে। তবে আমাদের দক্ষতা মেলে ধরার জন্য নিজেদের শান্ত রাখতে হবে।’
বিরাট এই সিরিজে স্লেজিংয়ে না জড়ানোর কথা বললেও, পেইন কিন্তু সেই পথে হাঁটতে পারেন বলে জানিয়ে দিয়েছেন। তিনি এ বিষয়ে বলেছেন, ‘আমি যা দেখেছি, কোহলি স্লেজিং পছন্দ করে। প্রয়োজন হলে আমরা স্লেজিং করব। আশা করি কোহলিও আমাদের কথার জবাব দেবে। আমরা যদি ভাল বোলিং করি এবং কোহলিকে সমস্যায় ফেলতে পারি, তাহলে স্লেজিংয়ের দরকার হবে না। যে মুহূর্তে দলের জন্য যা প্রয়োজন হবে, তখন সেটাই করব।’
খেলার (Sports) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
হুগলি
খবর
ব্যবসা-বাণিজ্যের
ব্যবসা-বাণিজ্যের
Advertisement
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)