আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানালেন এবিডি ভিলিয়ার্স
![আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানালেন এবিডি ভিলিয়ার্স 'Out of Gas' AB De Villiers retires from international cricket আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানালেন এবিডি ভিলিয়ার্স](https://static.abplive.com/wp-content/uploads/sites/3/2016/03/09224153/AB-de-Villiers-AP-6-611x400.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
প্রিটোরিয়া: সব ধরনের আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর ঘোষণা করলেন এবি ডিভিলিয়ার্স। জানালেন, তিনি ‘ক্লান্ত হয়ে পড়েছেন’।
নজরকাড়া স্ট্রোকপ্লে থেকে পাওয়ারহিটিং—নিজের অনন্য ঢঙের ব্যাটিং থেকে শুরু করে দুরন্ত ফিল্ডিং—সবদিক দিয়েই ক্রিকেট অনুরাগীদের কাছে বিপুল জনপ্রিয় ৩৪ বছরের এবিডি। এদিন নিজের টুইটার পেজে অবসরের খবর ঘোষণা করেন ডিভিলিয়ার্স। মাইক্রো-ব্লগিং সাইটে একটি ভিডিও-বার্তায় তিনি বলেন, আর খেলা চালিয়ে যাওয়ার ইচ্ছেশক্তি নেই। আমার মনে হল, এবার এগিয়ে চলা (অবসর নেওয়া) উচিত। সবকিছুরই একটা শেষ আছে। বিদেশে খেলার কোনও ইচ্ছা নেই। তবে, ঘরোয়া লিগে হয়ত খেলব।
https://twitter.com/ABdeVilliers17/status/999247658995810304ক্রিকেটের অন্যতম বিধ্বংসী ব্যাটসম্যান হিসেবে পরিচিত এবিডি ভিলিয়ার্স। খেলেছেন ১১৪টি টেস্ট, ২২৮টি ওডিআই ও ৭৮টি টি২০ ম্যাচ। টেস্ট ও একদিনের ম্যাচ—উভয়ক্ষেত্রেই তাঁর ব্যাটিং গড় ৫০-এর ওপরে। তিনি বলেন, সময় হয়েছে, অন্যদের জায়গা ছেড়ে দেওয়ার। আমি আমার সুযোগ পেয়েছি। সত্যি বলতে কি, আমি ক্লান্ত। সিদ্ধান্ত নেওয়াটা কঠিন ছিল। অনেক ভেবেছি। ঠিক করেছিলাম, ছন্দে থাকাকালীনই অবসর নেব।
ডিভিলিয়ার্স বলেন, ভারত ও অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সিরিজ জয়ের পরে এখন সময় হয়েছে সরে দাঁড়ানোর। প্রোটিয়াদের হয়ে বেছে বেছে খেলাটা ঠিক নয়। আমার কাছে, হয় সব খেলব, না হলে খেলবই না।
ট্রেন্ডিং
সেরা শিরোনাম
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)