এক্সপ্লোর
Advertisement
হোটেলের ঘরে মহিলা, সতর্কিত পাক ক্রিকেটার
করাচি: বাংলাদেশ প্রিমিয়ার লিগ চলাকালীন চট্টগ্রামে হোটেলের ঘরে এক মহিলাকে নিয়ে যাওয়ার জন্য সতর্কিত হলেন পাকিস্তানের এক ক্রিকেটার। তাঁকে অবশ্য কোনও শাস্তি দেওয়া হয়নি। কিন্তু এই ঘটনার জেরে বিড়ম্বনার মুখে পড়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ড।
বাংলাদেশ প্রিমিয়ার লিগের আয়োজকরা জানিয়েছেন, পাকিস্তানের ওই অলরাউন্ডার সম্প্রতি সংক্ষিপ্ত ওভারের ক্রিকেটে অসাধারণ পারফরম্যান্স দেখাচ্ছেন। কিন্তু তিনিই এই কাণ্ড ঘটালেন। যে মহিলাকে তিনি হোটেলের ঘরে নিয়ে গিয়েছিলেন, তাঁর উপর দুর্নীতি দমন শাখার আধিকারিকদের নজর ছিল। পাকিস্তানের ওই খেলোয়াড়ের ঘরে অন্য একটি দেশের এক ক্রিকেটারও ছিলেন। তাঁদের দু জনকেই সতর্ক করা হয়।
এবারের বিপিএল-এ ক্রিকেটারদের হোটেলের ঘরে মহিলা নিয়ে যাওয়ার ঘটনা এই প্রথম নয়। এর আগে বাংলাদেশের দুই ক্রিকেটার আল আমিন ও সাব্বির রহমানকে একই ঘটনার জেরে বিশাল অঙ্কের জরিমানা করা হয়। কিন্তু বিদেশি ক্রিকেটারদের জরিমানা করার নিয়ম না থাকায় পাকিস্তানের ওই ক্রিকেটার রেহাই পেলেন।
খেলার (Sports) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
খবর
ব্যবসা-বাণিজ্যের
ব্যবসা-বাণিজ্যের
জেলার
Advertisement