PAK vs AUS, T20 WC LIVE: দুরন্ত জয় অজিদের, পাকিস্তানকে হারিয়ে ফাইনালে অস্ট্রেলিয়া
T20 WC 2021, Match 44, PAK vs AUS: দ্বিতীয় সেমিফাইনালে সম্মুখসমরে পাকিস্তান-অস্ট্রেলিয়া। ভারতকে ১০ উইকেটে হারিয়ে উজ্জীবিত পাকিস্তান।গ্রুপে পাঁচটির মধ্যে চারটি ম্যাচ জিতেছে অস্ট্রেলিয়া।ভাল ফর্মে তাঁরাও
LIVE
Background
দুবাই: আজ টি-২০ বিশ্বকাপের (ICC T20 World Cup) দ্বিতীয় সেমিফাইনালে (Semi-Final) অস্ট্রেলিয়ার (Australia) মুখোমুখি পাকিস্তান (Pakistan)। তবে তার আগে দলের দুই অন্যতম নির্ভরযোগ্য ক্রিকেটার মহম্মদ রিজওয়ান ও শোয়েব মালিকের অসুস্থতা নিয়ে সমস্যা দেখা দিয়েছিল পাক শিবিরে। যদিও ম্যাচ শুরুর অনেক দুই তারকাই ফিট হয়ে উঠেছেন। সুতরাং অস্ট্রেলিয়ার বিরুদ্ধে পূর্ণ শক্তির দল নিয়েই মাঠে নামবে পাকিস্তান।
পাক শিবির সূত্রে খবর, রিজওয়ান ও শোয়েবের করোনা পরীক্ষা করা হয়েছে। সেই পরীক্ষার রিপোর্ট নেগেটিভ আসে। চলতি টি-২০ বিশ্বকাপে দুর্দান্ত ফর্মে আছেন রিজওয়ান। তিনি এখনও পর্যন্ত এই প্রতিযোগিতায় ২১৪ রান করেছেন। অন্যদিকে, পাক শিবিরে দুরন্ত ফর্মে রয়েছে অধিনায়ক বাবর আজম। রিজওয়ান ও বাবরের ওপেনিং জুটি বিপক্ষ দলগুলিকে বারবার সমস্যায় ফেলেছে।
গ্রুপ পর্যায়ে পাঁচটি ম্যাচই জিতে, বিশেষ করে ভারতকে ১০ উইকেটে হারিয়ে উজ্জীবিত পাকিস্তান। অন্যদিকে, গ্রুপে পাঁচটির মধ্যে চারটি ম্যাচ জিতেছে অস্ট্রেলিয়া। তারাও বেশ ভাল ফর্মে। লড়াকু মানসিকতা এবং একদিনের বিশ্বকাপ সবচেয়ে বেশিবার জয়ের রেকর্ড অস্ট্রেলিয়ার বড় ভরসা। তবে এও ঠিক যে তারা কোনওবার টি-২০ বিশ্বকাপ জিততে পারেনি। তাই এই মহারণে স্টিভ স্মিথ, ডেভিড ওয়ার্নাররাও হাল ছাড়তে নারাজ।
আজকের ম্যাচ আবু ধাবির শেখ জায়েদ ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামে। প্রথম সেমিফাইনালে ইংল্যান্ডকে হারিয়ে ইতিমধ্যেই চলতি টি-২০ বিশ্বকাপের ফাইনালে জায়গা করে নিয়েছে নিয়েছে নিউজিল্যান্ড। এবার দ্বিতীয় সেমিফাইনালে সম্মুখসমরে পাকিস্তান ও অস্ট্রেলিয়া। খেলা দেখা যাবে স্টার স্পোর্টস ওয়ান, স্টার স্পোর্টস ওয়ান এইচডি, স্টার স্পোর্টস থ্রি, স্টার স্পোর্টস থ্রি এইচডি ও ডিডি স্পোর্টসে। লাইভ স্ট্রিমিং দেখা যাবে হটস্টার অ্যাপ, ওয়েবসাইটে। ম্যাচের লাইভ আপডেট এবং অন্যান্য যাবতীয় খবরের জন্য চোখ রাখুন এবিপি লাইভে।
অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টি-২০ ফর্ম্যাটে লড়াইয়ের রেকর্ড পাকিস্তানের পক্ষে। দু’দল এখনও পর্যন্ত ২৩টি টি-২০ ম্যাচে মুখোমুখি হয়েছে। তার মধ্যে ১৩টি ম্যাচেই জয় পেয়েছে পাকিস্তান।
PAK vs AUS, T20 WC LIVE: ফাইনালে অস্ট্রেলিয়া
টানটান ম্যাচে শেষ হাসি হাসল অস্ট্রেলিয়া। ৬ বল বাকি থাকতেই ৫ উইকেটে জয় ছিনিয়ে নিল অ্যারন ফিঞ্চের দল।
PAK vs AUS, T20 WC LIVE: চলছে মরণ-বাঁচন লড়াই
ফাইনালে উঠবে কোন দল? জিততে হলে অস্ট্রেলিয়ার দরকার ১০ বলে ২০ রান। শেষ হাসি হাসবে কে?
PAK vs AUS, T20 WC LIVE: টান টান উত্তেজনা সেমিফাইনালে
ফাইনালে যেতে হলে ৩০ বলে ৬২ রান করতে হবে অজিদের।
PAK vs AUS, T20 WC LIVE: জিততে ৪৬ বলে ৮১ রান প্রয়োজন অজিদের
সময় যত এগোচ্ছে কঠিন পরিস্থিতি তৈরি হচ্ছে অজিদের জন্য। ফাইনালে যেতে হলে ৪৬ বলে ৮১ রান প্রয়োজন অস্ট্রেলিয়ার। এদিকে মাত্র ৭ রান করে শাদাব খানের বলে ক্যাচ আউট দলের নির্ভরযোগ্য ব্যাটসম্যান গ্লেন ম্যাক্সওয়েল।
PAK vs AUS, T20 WC LIVE: ৪৯ রানে আটকালেন ওয়ার্নার
জয়ের জন্য প্রয়োজন ৫৮ বলে ৮৭ রান। কিন্তু পাকিস্তানের বোলিংয়ের সামনে যেন কিছুটা নড়বড়ে অজি ব্যাটাররা। ম্যাচের শুরু থেকে ঝোড়ো ব্যাটিং করেও ৪৯ রানে আউট হলেন ডেভিড ওয়ার্নার।