ভারতকে হারানোর ক্ষমতা নেই পাকিস্তানের: হরভজন
হরভজন মনে করেন, ভারতীয় দলের প্রতিটা ক্রিকেটারই ম্যাচ উইনার। একা জেতানোর ক্ষমতা রাখে। সেদিক থেকে দেখতে গেলে পাকিস্তান দলে তেমন কোনও ক্রিকেটার নেই।
লন্ডন: চলতি মাসের তৃতীয় রবিবার বিশ্বকাপের মঞ্চে ফের একবার মুখোমুখি হবে ভারত ও পাকিস্তান। স্বাভাবিক কারণেই ১৬ তারিখের এই ম্যাচ নিয়ে রীতিমতো উত্তেজনা বাড়ছে দুই দেশের ক্রিকেট শিবিরেই। ভারত নিয়ে আশাবাদী ক্রিকেট ওয়াকিবহল মহলের একাংশ। সেটা অবশ্য ভারতের সাম্প্রতিক পারফর্ম্যান্সের কারণেই। অন্যদিকে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে যেভাবে হেরে বিশ্বকাপ শুরু করেছে পাকিস্তান, তাতে অনেক পাক ফ্যানই হতাশায় ভুগছেন। ব্যাটিং বিপর্যয় নিয়ে তো ভেঙে পড়তে দেখা গিয়েছে খোদ পাক অধিনায়ক সরফারজকে। তার মধ্যে বিশ্বকাপ, যেখানে এখনও পর্যন্ত একবারের জন্যও হারাতে পারেনি পাক দল। এমন অবস্থায় ভারতের পাল্লা ভারী হওয়াই স্বাভাবিক।
২০১১ বিশ্বকাপজয়ী দলের সদস্য হরভজন সিংহ তো বলেই বসেছেন, এই পাক দলের ভারতকে হারানোর মতো ক্ষমতাই নেই। তাঁর বক্তব্য, গণমাধ্যমের কাছে ভারত-পাক ম্যাচ নিয়ে বাড়তি উত্তেজনা থাকলেও আদতে এই ম্যাচ একপেশে। ভারত যা দল, তাতে দশের মধ্য নয় বার পাকিস্তানকে হারাতে পারে।
বরং, ক্রিকেটীয় দর্শনে হাড্ডাহাড্ডি লড়াই হতে চলেছে ইংল্যান্ড বনাম ভারতের। হরভজন মনে করেন, ভারতীয় দলের প্রতিটা ক্রিকেটারই ম্যাচ উইনার। একা জেতানোর ক্ষমতা রাখে। সেদিক থেকে দেখতে গেলে পাকিস্তান দলে তেমন কোনও ক্রিকেটার নেই।
হরভজনের সঙ্গে সহমত হয়েছেন প্রাক্তন পাক অধিনায়ক মিসবা উল হকও। হরভজনের মতো তিনিও মনে করেন বিরাটরা সরফরজদের কাছে বেশ কঠিন প্রতিপক্ষ। যদিও মিসবা মনে করেন, ক্রিকেট অনিশ্চয়তার খেলা। এখানে যখন তখন অঘটন ঘটতে পারে। পাকিস্তান ঘুরে দাঁড়াবে বলেই আশাবাদী মিসবা।