India Pakistan Tension: পাকিস্তানের পতাকা হাতে ট্যুইট আর্শাদের, নীরজকে সোশ্য়াল মিডিয়ায় ট্রোল
Neeraj Chopra And Arshad Nadeem: পহেলগাঁও জঙ্গি হামলার পর ছবিটা একেবারে বদলে গিয়েছে। নীরজের নিজের নামে হওয়া টুর্নামেন্টে অংশ গ্রহণ করবেন না জানিয়ে দিয়েছিলেন আর্শাদ।

নয়াদিল্লি: দুই দেশের দুই তারকা অ্য়াথলিট। দুই অলিম্পিক্স সোনাজয়ী জ্যাভলিন থ্রোয়ার। নীরজ চোপড়া ও আর্শাদ নাদিম। টোকিও অলিম্পিক্সে সোনাজয়ী নীরজ প্রশংসায় পঞ্চমুখ হয়েছিল আর্শাদের। এরপর প্যারিস অলিম্পিক্সে সোনাজয়ী আর্শাদ জড়িয়ে ধরেছিলেন রুপোজয়ী নীরজকে। দুজনের বন্ধুত্বও গাঢ় হচ্ছিল। কিন্তু পহেলগাঁও জঙ্গি হামলার পর ছবিটা একেবারে বদলে গিয়েছে। নীরজের নিজের নামে হওয়া টুর্নামেন্টে অংশ গ্রহণ করবেন না জানিয়ে দিয়েছিলেন আর্শাদ। এমনকী ভারতের সোনার ছেলেও জানিয়ে দিয়েছিলেন যে এই পরিস্থিতিতে আর্শাদের সঙ্গে খেলার কোনও মানেই হয় না। যদিও ভারতীয় ক্রীড়াপ্রেমী মানুষের রােষের মুখে পড়তে হচ্ছে বারবার নীরজকে। এবার আর্শাদের একটু ট্যুইট আরও আলোড়ন ফেে দিয়েছে। এরপর ফের একবার ভারতেই নিশানা করা হল নীরজকে।
ইতিমধ্যেই ভারত-পাক যুদ্ধ শুরু হয়ে গিয়েছে। পাক হামলার পাল্টা অ্যাকশন শুরু করে দিয়েছে ইতিমধ্যেই ভারতীয় সেনা। করাচি নৌ বন্দরে হামলা আইএনএস বিক্রান্তের। ইসলামবাদ, লাহৌর, পেশোয়ারে প্রত্যাঘাত। ধ্বংস পাকিস্তানের ডিফেন্স সিস্টেম। এরমধ্যেই আর্শাদ নিজের সোশ্য়াল মিডিয়ায় পাকিস্তানের জাতীয় পতাকার সঙ্গে ছবি দিয়ে পোস্ট করে ক্যাপশনে লিখেছেন, ''পাকিস্তান জিন্দাবাদ''।
#PakistanZindabad pic.twitter.com/WE99g26oeu
— Arshad Nadeem (@ArshadOlympian1) May 7, 2025
এই পোস্টকেই রিপোস্ট করে অনেকেই নীরজকে ট্যাগ করে লিখেছেন, ''লজ্জা, ভারতের সেকুলার ভাইয়া''। অনেকেই লিখেছেন, ''নীরজ পাকিস্তানের জাতীয় পতাকা নিয়ে নিজের দেশকে সমর্থন করছে। আর তুমি?'' পহেলগাঁও ঘটনার ঠিক আগেই আর্শাদ নাদিমকে নীরজ চোপড়া ক্লাসিকের জন্য আমন্ত্রণ পাঠিয়েছিলেন নীরজ। কিন্তু তার কিছুদিনের মধ্যেই পহেলগাঁও জঙ্গি হামলার ঘটনা ঘটে।
এক সাক্ষাৎকারে আর্শাদ নাকি জানিয়েছেন, ''আমি সিদ্ধান্ত নিয়েছি যে নীরজ চোপড়া ক্লাসিকে অংশ নেওয়ার প্রস্তাব ফিরিয়ে দিচ্ছি। চলতি বছরের জন্য আমার যাবতীয় সূচি প্রস্তুত হয়ে গিয়েছে। আমি দক্ষিণ কোরিয়ায় এশিয়ান মিটে অংশ নেব আগামী ২৭ মে থেকে।''
আর্শাদ কারণ হিসেবে এশিয়ান মিটের কথা উল্লেখ করলেও কানাঘুষো শোনা যাচ্ছে যে পহেলগাঁওয়ে হওয়া জঙ্গি হামলার ঘটনা চাপে ফেলে দিয়েছে পাক সরকারকে। তাই সরকারের তরফে থেকেই নাকি নিষেধ করা হয়েছে আর্শাদকে। শুরুতে নাকি প্রস্তাব পাওয়ার পর এই প্রতিযোগিতায় অংশ নেওয়ার বিষয়ে ভেবেছিলেন পাক জ্যাভলিন থ্রোয়ার। কিন্তু পরে নিজের সিদ্ধান্ত বদলে ফেলেন। এমনকী সরকারের তরফ থেকেও সবুজ সংকেত না পেলে কোনওভাবেই এই পরিস্থিতিতে ভারতে কোনও প্রতিযোগিতায় খেলতে আসা আর্শাদের পক্ষে চাপর।






















