(Source: Poll of Polls)
Asia Cup: এশিয়া কাপের আগে পাকিস্তান ক্রিকেট দলের সামনে এই কৃতিত্ব গড়ার সুবর্ণ সুযোগ
Pakistan Cricket Team: আফগানিস্তানের বিরুদ্ধে দ্বিতীয় ওয়ান ডে ম্যাচে জয় ছিনিয়ে নিয়েছে পাকিস্তান। তিন ম্যাচের সিরিজে এই নিয়ে ২-০ ব্যবধানে এগিয়ে রয়েছে এই মুহূর্তে বাবর আজমের দল।
করাচি: এশিয়া কাপের আগে ওয়ান ডে-আন্তর্জাতিক (One Day International Cricket) ক্রিকেটে এক নতুন কৃতিত্ব গড়ার সুযোগ পাকিস্তান ক্রিকেট দলের (Pakistan Cricket Team) সামনে। আর মাত্র ১ ম্যাচ জিততে হবে। আর তাহলেই, ওয়ান ডে ক্রমতালিকায় শীর্ষে উঠে আসবে বাবর আজমের দল। আফগানিস্তানের বিরুদ্ধে দ্বিতীয় ওয়ান ডে ম্যাচে জয় ছিনিয়ে নিয়েছে পাকিস্তান। তিন ম্যাচের সিরিজে এই নিয়ে ২-০ ব্যবধানে এগিয়ে রয়েছে এই মুহূর্তে বাবর আজমের দল।
এই জয়ের ফলেই পয়েন্ট টেবিলে দ্বিতীয় স্থানে থাকলেও রেটিংয়ে প্রথম স্থানে থাকা অস্ট্রেলিয়ার সঙ্গে ব্য়বধান কমিয়েছে। আফগানিস্তানের সঙ্গে সিরিজের শেষ ম্যাচে জিতলে এশিয়া কাপের আগেই ওয়ান ডে ক্রমতালিকায় শীর্ষে উঠে আসবেন বাবররা। উল্লেখ্য, ২ সেপ্টেম্বর ভারতের বিরুদ্ধে এশিয়া কাপে নামছে পাক শিবির। যদিও ৩০ অগাস্ট নেপালের বিরুদ্ধে টুর্নামেন্টে অভিযান শুরু করবে বাবরের দল।
গত ১০ ম্য়াচের মধ্যে মাত্র ৩টি ম্যাচ হেরেছে বাবর আজমের দল। তিনটি ম্য়াচই কিউয়িদের বিরুদ্ধে হারতে হয়েছিল। ব্যাটারদের মধ্য়েও ক্রমতালিকায় বাবর আজম, ইমাম উল হক ও ফখর জামান ওপরের দিকে রয়েছেন ক্রমতালিকায়।
এদিকে, আগামী ৫ অক্টোবর ইংল্যান্ড-নিউজ়িল্যান্ডের ম্যাচ দিয়ে শুরু হবে ৫০ ওভারের বিশ্বকাপের আসর (ICC World Cup 2023)। ভারতে আয়োজিত বিশ্বকাপ ঘিরে ইতিমধ্যেই সাজ সাজ রব। শুরু হয়ে গিয়েছে দল গোছানোর কাজও। এরই মাঝে আইসিসির তরফে বিশ্বকাপের প্রস্তুতি ম্যাচগুলির (ODI World Cup 2023 Warm-up Schedule) দিনক্ষণ ঘোষণা করে দিল ক্রিকেটের সর্বোচ্চ নিয়ামক সংস্থা আইসিসি (ICC)।
২৯ সেপ্টেম্বর থেকে বিশ্বকাপে অংশগ্রহণকারী ১০টি দল নিজেদের প্রস্তুতি পর্বের ম্যাচগুলি খেলবে। সেই ম্যাচগুলি চলবে ৩ অক্টোবর পর্যন্ত। ভারতের তিনটি শহর, গুয়াহাটি, হায়দরাবাগা ও তিরুঅনন্তপুরমে আয়োজিত হবে এই ম্যাচগুলি। এই ম্যাচগুলি সবকয়টি দলকেই বিশ্বকাপের আগে নিজেদের শেষ মুহূর্তের প্রস্তুতি ঝালিয়ে নেওয়ার সুযোগ দেবে, পাশাপাশি পরিবেশ, পরিস্থিতি বুঝতেও তাদের মদত করবে। প্রতিটি দলই দুইটি করে প্রস্তুতি ম্যাচ খেলবে।
ভারতীয় দল (Indian Cricket Team) গত বারের চ্যাম্পিয়ন ইংল্যান্ড ও নেদারল্যান্ডসের বিরুদ্ধে প্রস্তুতি পর্বের ম্যাচ খেলবে। এই ম্যাচ দুইটি যথাক্রমে ৩০ সেপ্টেম্বর গুয়াহাটি ও ৩ অক্টোবর তিরুঅনন্তপুরমে আয়োজিত হবে। সবকয়টি ম্যাচই ভারতীয় সময় অনুযায়ী দুপুর দু'টো থেকে শুরু হবে। যেহেতু এইগুলি প্রস্তুতি পর্বের ম্যাচ তাই দলের সকল খেলোয়াড়ই এই ম্যাচগুলিতে অংশগ্রহণ করতে পারবে।