(Source: ECI/ABP News/ABP Majha)
ICC Men's Cricketer 2021: এক বছরে ৭৮ উইকেট! আইসিসি বর্ষসেরা ক্রিকেটার পাক পেসার শাহিন শাহ আফ্রিদি
২০২১-এ ৩৬ টি আন্তর্জাতিক ম্যাচে ২২.২০ গড়ে ৭৮ উইকেট নিয়েছেন এই পাকিস্তানি ফাস্ট বোলার। তাঁর সেরা বোলিং পরিসংখ্যান ৫১ রানে ৬ উইকেট।
দুবাই : পুরুষদের ক্রিকেটে আইসিসি-র বর্ষসেরা ক্রিকেটার(ICC Men's Cricketer 2021) হলেন পাকিস্তানি পেসার শাহিন শাহ আফ্রিদি(Shaheen Shah Afridi)। আইসিসি-র পক্ষ থেকে সোমবার এই ঘোষণা করা হয়েছে। ২০২১-এ ৩৬ টি আন্তর্জাতিক ম্যাচে ২২.২০ গড়ে ৭৮ উইকেট নিয়েছেন এই পাকিস্তানি ফাস্ট বোলার। তাঁর সেরা বোলিং পরিসংখ্যান ৫১ রানে ৬ উইকেট।
২০২১ সাল খুবই ভালো গিয়েছে এই দীর্ঘদেহী পাক পেসারের। ক্রিকেটের সমস্ত ফরম্যাটেই বেশ কয়েকজন সেরা ব্যাটারকেও ঝামেলায় ফেলেছেন এবং আউট করেছেন তিনি। গত বছরটা টেস্ট ও টি ২০ ক্রিকেটে পারফরম্যান্সের জন্যই তাঁর স্মরণে থাকবে। সংযুক্ত আরব আমিরশাহিতে টি ২০ বিশ্বকাপে পাকিস্তান ফাইনালে পৌঁছেছিল। গোটা টুর্নামেন্টেই বল হাতে দারুণ ছন্দে দেখা গিয়েছিল শাহিন শাহ আফ্রিদিকে। দুরন্ত গতি ও দক্ষতায় সবাইকে মুগ্ধ করেছিলেন এই পাক বোলার। পাকিস্তানের সেমিফাইনালে ওঠার পথে ছয় ম্যাতে সাত উইকেট নিয়েছিলেন তিনি। গত ক্যালেন্ডার ইয়ারে টি ২০ ফরম্যাটে দারুণ দাপট দেখিয়েছেন তিনি। ডেথ ওভারগুলিতে তাঁর বোলিং দক্ষতার দারুণ উন্নতি চোখে পড়েছে। ২১ টি ২০ ম্যাচ থেকে ২৩ উইকেট নিয়েছিলেন শাহিন শাহ আফ্রিদি।
গত বছরের শুরুতে নিউজিল্যান্ডে শাহিন শাহ আফ্রিদির টেস্ট ক্রিকেটে সূচনাটা কিছুটা ঢিমে তালেই হয়েছিল। কিন্তু এরপরই ঘরের মাঠে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে সিরিজে জ্বলে উঠেছিলেন শাহিন শাহ আফ্রিদি। আর এই ধারা বছরের বাকি সময়ও অব্যাহত থাকে। জিম্বাবোয়ে, ওয়েস্ট ইন্ডিজ ও বাংলাদেশ সফরে দারুণ ছন্দে দেখা যায় তাঁকে। সব মিলিয়ে ৯ ম্যাচে ১৭.০৬ গড়ে ৪৭ উইকেট নিয়েছেন তিনি।
অক্টোবরে দুবাইতে ভারতের বিরুদ্ধে হাইভোল্টেজ ম্যাচে অনবদ্য বোলিং করেছিলেন শাহিন শাহ আফ্রিদি। টি ২০ বিশ্বকাপে দুই দলের কাছেই তা ছিল প্রথম ম্য়াচ। বিশ্বকাপে পাকিস্তানের রেকর্ড ভারতের বিরুদ্ধে কখনওই ভালো ছিল না। কিন্তু বল হাতে শুরুতেই যেভাবে আঘাত হেনেছিলেন শাহিন শাহ আফ্রিদি, তা পাকিস্তানের জয়ের রাস্তা খুলে দিয়েছিল।