Palak Kohli: জটিল ব্যাধিতে আক্রান্ত কোহলি, এত সহজে হাল ছাড়ব না, সোশ্যাল মিডিয়ায় লড়াইয়ের বার্তা
Palak Kohli Health Update: জটিল ব্যাধিতে আক্রান্ত কোহলি। তাঁর বোন টিউমার হয়েছে। অস্ত্রোপচার করাতে হবে। আপাতত হাসপাতালে ভর্তি রয়েছেন ভারতের প্যারা শাটলার।
নয়াদিল্লি: ইনিও কোহলি। তবে ক্রিকেটের নন। ব্যাডমিন্টনের। টোকিও প্যারালিম্পিক্সে দেশের প্রতিনিধিত্ব করেছিলেন। ইনি পলক কোহলি (Palak Kohli)।
জটিল ব্যাধিতে আক্রান্ত কোহলি। তাঁর বোন টিউমার হয়েছে। অস্ত্রোপচার করাতে হবে। আপাতত হাসপাতালে ভর্তি রয়েছেন ভারতের প্যারা শাটলার। কিন্তু শারীরিক প্রতিবন্ধকতা যাঁর কাছে কখনওই বাধা হয়ে উঠতে পারেনি, অসুখ তাঁকে কাবু করবে কী করে!
পলকও তাই অদম্য! জটিল অস্ত্রোপচারের আগেও সোশ্যাল মিডিয়ায় দিলেন লড়াইয়ের বার্তা। পলক লিখলেন, 'এত সহজে আমি হাল ছেড়ে দেব না'।
বয়স আঠেরো। সুন্দর, ছিমছাম চেহারা। মুখে অমলিন হাসি। ব্যাডমিন্টন কোর্টে রীতিমতো দাপট দেখান।
তবে চমকটা অন্য জায়গায়। তরুণীর বাঁহাত কনুইয়ের নীচ থেকে নেই। জন্মের সময়ই যে শারীরিক ত্রুটি সঙ্গী হয়েছিল। বিশেষভাবে সক্ষম ক্রীড়াবিদ আচমকাই প্রচারের আলোয় এসেছিলেন কয়েক মাস আগে। ইতিহাস তৈরি করে ফেলেছিলেন। জলন্ধরের কন্যা প্যারালিম্পিক্সের যোগ্যতা অর্জন করেছিলেন। প্যারাব্যাডমিন্টনে সর্বকনিষ্ঠ হিসাবে প্যারালিম্পিক্সের যোগ্যতা অর্জন করে ইতিহাস লিখে ফেলেছিলেন অষ্টাদশী। পাশাপাশি ভারতের প্রথম ব্যাডমিন্টন প্লেয়ার হিসাবে প্যারালিম্পিক্সের যোগ্যতা পেয়েছিলেন।
এবিপি লাইভকে একবার পলক বলেছিলেন, 'আমার হাতের অবস্থা দেখে অনেকেই প্রশ্ন করত। অভ্যস্ত ছিলাম। এরপর একদিন স্কুলে হ্যান্ডবলের ট্রায়াল ছিল। কিন্তু আমার শিক্ষকেরা বলেছিলেন, খেলাধুলো না করে পড়াশোনায় মন দিতে এবং বিশেষভাবে সক্ষমদের জন্য যে সংরক্ষিত আসন থাকে, সেটা কাজে লাগিয়ে চাকরির চেষ্টা করতে। সেদিনের আগে পর্যন্ত কখনও হীনমন্যতা আমাকে গ্রাস করেনি। আর ঠিক তখনই প্যারা ব্যাডমিন্টন খেলব বলে মনঃস্থির করি।'
লোকের ব্যঙ্গ-বিদ্রুপ হজম করতে হয়েছে একটা সময়। এবিপি লাইভকে পলক বলেছিলেন, 'একটা সময় লোকে আমাকে নিয়ে হাসিঠাট্টা করত। অনেকেই সহানুভূতি দেখাত। শারীরিক অক্ষমতার জন্য অনেকে আমাকে এড়িয়ে যেত বা কিছু ক্ষেত্রে আমাকে বয়কট করত। সবাই ধরেই নিত যে, আমি কিছু পারব না। তাই কিছু করার সুযোগও দিত না। বিশেষভাবে সক্ষম সকলকেই এই অভিজ্ঞতার মধ্যে দিয়ে যেতে হয়। শারীরিক অক্ষমতার জন্য শৈশবে অনেক কিছু সহ্য করতে হয়েছে।'
I AM NOT GOING TO QUIT SO EARLY.
— Palak Kohli (@palakkohli2002) June 9, 2022
সমস্ত প্রতিকূলতা জয় করে যিনি বিশ্ব মঞ্চে পরিচিতি তৈরি করেছেন, বোন টিউমারকে হারিয়ে তিনি ফের ব্যাডমিন্টন কোর্টে ফিরবেন, প্রার্থনায় দেশের ক্রীড়ামহল।
আরও পড়ুন: টি-টোয়েন্টি বিশ্বকাপে ভয়ঙ্কর হয়ে উঠবে পন্থ, সব দলকে সতর্ক করে দিচ্ছেন কিংবদন্তি