Sarabjot Singh: শ্যুটিংয়ে ব্রোঞ্জ জিতেছিলেন প্যারিসে, এবার সরকারের দেওয়া চাকরি ফিরিয়ে ফের শিরোনামে সরবজ্যোৎ
Paris Olympics 2024: ভারতের হয়ে শ্যুটিংয়র মিক্সড টিম ইভেন্টে মনু ভাকেরের সঙ্গে জুটি বেঁধেছিলেন সরবজ্যোৎ সিংহ। সেই ইভেন্টেই ব্রোঞ্জ জেতেন এই তরুণ।
![Sarabjot Singh: শ্যুটিংয়ে ব্রোঞ্জ জিতেছিলেন প্যারিসে, এবার সরকারের দেওয়া চাকরি ফিরিয়ে ফের শিরোনামে সরবজ্যোৎ Paris Olympics 2024 bronze medalist Sarabjot Singh rejects government job says the job is good but... Sarabjot Singh: শ্যুটিংয়ে ব্রোঞ্জ জিতেছিলেন প্যারিসে, এবার সরকারের দেওয়া চাকরি ফিরিয়ে ফের শিরোনামে সরবজ্যোৎ](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2024/08/10/f66d0f32949aa6c21b058515807f31211723301813392206_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
নয়াদিল্লি: বয়স মাত্র ২২ বছর। প্যারিস অলিম্পিক্সে (Paris Olympics 2024) শ্যুটিংয়ে মিক্সড টিম ইভেন্টে অংশ নিয়েছিলেন। মনু ভাকেরের সঙ্গে জুটি বেঁধে ব্রোঞ্জ জিতেছিলেন ভারতের সরবজ্যোৎ সিংহ (Sarabjot Singh)। এবার ফের একবার শিরোনামে ভারতের এই তরুণ শ্যুটার। এবার সরকারের দেওয়া চাকরির প্রস্তাব ফেরালেন সরবজ্যোৎ। হরিয়ানা সরকারের তরফে সরবজ্যোৎকে ক্রীড়ামন্ত্রকে ডেপুটি ডিরেক্টরের পদের জন্য প্রস্তাব দেওয়া হয়েছিল। কিন্তু সেই চাকরি ফিরিয়ে দিয়েছেন তিনি। সরবজ্যোৎ জানিয়েছেন, ''চাকরির প্রস্তাব এসেছিল। যা খুবই ভাল খবর। কিন্তু আমি আপাতত তা করছি না।''
কিন্তু কেন এভাবে সরকারের দেওয়া চাকরি ফেরালেন ২২ বছরের তরুণ? সরবজ্যোৎ বলছেন, ''আমার পরিবার, আমার বাবা, মাও মাঝে মাঝেই আমাকে বলেন যে একটা নির্দিষ্ট স্থায়ী চাকরির বিষয়ে। কিন্তু আমি এখন এই সব নিয়ে ভাবতে চাই না। শ্যুটিং আমার কেরিয়ার। নিজের কেরিয়ার নিয়েই ভাবতে চাই। আরও এগিয়ে যেতে চাই শ্যুটিংয়ে। তাই চাকরি এই মুহূর্তে করছি না। চাকরি নিয়ে ভাবছিও না।''
#WATCH | Ambala, Haryana: On Haryana government's offer of the post of Deputy Director in the Sports Department, Indian Shooter and Olympic Athlete Sarabjot Singh says, "The job is good but I will not do it right now. I want to work on my shooting first. My family has also been… pic.twitter.com/XU7d1QdYBj
— ANI (@ANI) August 10, 2024
উল্লেখ্য়, শ্যুটিংয়ে ১০ মিটার এয়ার পিস্তলের মিক্সড টিম ইভেন্টে মনু ভাকেরের সঙ্গে জুটি বেঁধে ব্রোঞ্জ জিতেছিলেন অম্বালার অলিম্পিয়ান। তিনদিন আগেই হতাশাজনক পারফরম্যান্সের পর পদক জয়ের সুযোগ, ব্রোঞ্জ পদকের ম্যাচের আগে যে তিনি ভীষণ চাপে ছিলেন, সে কথা স্পষ্ট জানিয়ে দিচ্ছেন সরবজ্যোৎ। তিনি বলেছিলেন, 'আমার এখন বেশ ভাল লাগছে। ম্যাচটা ভীষণ কঠিন ছিল এবং সত্যি বলতে আমি প্রবল চাপের মধ্যে ছিলাম। তবে এখন খুব খুশি।' মিক্সড দলের শ্যুটিংয়ে যে জুটি প্রথম ১৬ পয়েন্টে পৌঁছতে পারে, তাঁরাই ম্যাচের বিজয়ী হয়। ভারতীয় জুটি কোরিয়ানদের থেকে বেশ অনেকটা ব্যবধান রেখেই জয় সুনিশ্চিত করেন। ম্যাচের স্কোরলাইন ভারতের পক্ষে ১৬-১০। এদিনও সরবজ্য়োৎ শুরুটা অবশ্য একদমই ভাল করতে পারেননি। তবে রাউন্ড যত এগোয়, ততই ক্ষুরধার হয়ে ওঠেন তিনি।
ট্রেন্ডিং
সেরা শিরোনাম
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)