Paris Olympics: প্রি কোয়ার্টারেই শেষ হল মনিকার সিঙ্গলসে দৌড়, আর্চারিতে ছিটকে গেলেন তরুণদীপ
Paris Olympics 2024: প্রথম ভারতীয় মহিলা প্যাডলার হিসেবে টেবিল টেনিসের প্রি কোয়ার্টার ফাইনালে উঠে গিয়েছিলেন তিনি। যদিও কোয়ার্টারে আর উঠতে পারলেন না।
প্যারিস: অলিম্পিক্সে (Paris Olympics 2024) বুধবার ভারতে অ্যাথলিটদের জন্য় বেশ ভালই কেটেছিল। ব্যাডমিন্টন থেকে বক্সিং, সবেতেই জয় ছিনিয়ে নিয়েছিলেন ভারতের অ্য়াথলিটরা। কিন্তু রাতের দুটো খেলায় শেষ পর্যন্ত আশাভঙ্গ হল। তার মধ্যে মনিকা বাত্রার ছিটকে যাওয়াটা বেশি হতাশ করবে ভারতীয় ক্রীড়াপ্রেমীদের। প্রথম ভারতীয় মহিলা প্যাডলার হিসেবে টেবিল টেনিসের প্রি কোয়ার্টার ফাইনালে উঠে গিয়েছিলেন তিনি। যদিও কোয়ার্টারে আর উঠতে পারলেন না। জাপানের প্রতিদ্বন্দ্বী মিউ হিরানোর বিরুদ্ধে ৪-১ গেমে হেরে গেলেন মনিকা।
এদিন প্রি কোয়ার্টারের ম্য়াচে জাপানের প্রতিদ্বন্দ্বীর বিরুদ্ধে শুরু থেকেই চাপে ছিলেন মনিকা। প্রত্যেক গেমেই শুরু থেকে এগিয়ে গিয়েও তাল হারিয়ে ফেলেন সিন্ধু। প্রথম দুটো গেমে সিন্ধুকে জাপানের প্যাডলার হারিয়ে দেন ১১-৬, ১১-৯ ব্যবধানে। তৃতীয় গেম পকেটে পুরে নেন ভারতের প্যাডলার। ১৪-১২ ব্যবধানে জিতে যান তিনি। কিন্তু পরের দুটো গেমে ফের হেরে যান মনিকা। ১১-৮, ১১-৬ পরপর দুটো গেমে হেরে যান। ৪-১ ব্যবধানে জয় ছিনিয়ে নেন জাপানের প্যাডলার। অন্য়দিকে, তরুণদীপ রাই অলিম্পিক্সের মঞ্চে ব্যক্তিগত ইভেন্টে ব্রিটেনের টম হলের বিরুদ্ধে ৪-৬ ব্য়বধানে হারলেন।
View this post on Instagram
বুধবার নেদারল্যান্ডসের কুইন্টি রোফেনকে (Quinty Roeffen) ৬-২ সেটে হারিয়ে প্রি কোয়ার্টার ফাইনালে জায়গা করে নিলেন দীপিকা। আগামীকাল, বৃহস্পতিবার প্রি কোয়ার্টার ফাইনালে খেলবেন তিনি।
যদিও এদিন সেরা ছন্দে ছিলেন না দীপিকা। প্রথম রাউন্ডে শ্যুট অফের স্নায়ুর চাপ সামলাতে হয় তাঁকে। পরপর দুটি রাউন্ডে জেতেন দীপিকা। প্রথম সেটে দুটি ১০ ও একটি ৯ পয়েন্ট অর্জন করে জেতেন দীপিকা। যদিও কুইন্টি রোফেন একটি ১০ ও দুটি ৯ পয়েন্ট মেরে চাপে রাখেন দীপিকাকে। দ্বিতীয় সেটে তিনটি ৯ পয়েন্ট মেরেও হেরে যান দীপিকা। ২টি ১০ মেরে ২-২ করেন কুইন্টি রোফেন।
তৃতীয় সেটে অবশ্য হাসতে হাসতে জেতেন দীপিকা। এমনকী, একটি ৭ পয়েন্ট মারার পরেও। কারণ, কুইন্টি রোফেনের একটি তীর লক্ষ্যভ্রষ্ট হয়ে চাঁদমারির বাইরে যায়। মাত্র ২৫ পয়েন্ট পেলেও সেই সেটটি তাই জিতে যান দীপিকা। ২৫-১৭ পয়েন্টের ব্যবধানে।