Aman Sehrawat Wins Bronze : আরও একটি পদক ভারতের ঝুলিতে, কুস্তিতে কিস্তিমাত আমনের
Paris Olympics : পুয়ের্তো রিকোর প্রতিপক্ষকে ১৩-৫ ব্যবধানে পরাস্ত করেন আমন। এর সঙ্গে সঙ্গে ভারতের ঝুলিতে চলে এল ষষ্ঠ পদক।
প্যারিস : ষষ্ঠ পদক ভারতের। কুস্তিতে ব্রোঞ্জ জিতলেন ভারতের আমন শেরাওয়াত। পুয়ের্তো রিকোর ডারিয়েন টোই ক্রুজকে ফ্রি-স্টাইল ৫৭ কেজি বিভাগে পরাস্ত করে কেরিয়ারের প্রথম অলিম্পিক পদক জিতে নিলেন তিনি। পুয়ের্তো রিকোর প্রতিপক্ষকে ১৩-৫ ব্যবধানে পরাস্ত করেন আমন। এর সঙ্গে সঙ্গে ভারতের ঝুলিতে চলে এল ষষ্ঠ পদক। মাত্র ২১ বছর বয়সেই এত বড় সাফল্য পেয়ে স্বভাবতই উজ্জীবিত হরিয়ানার বিরোহারের ২১ বছরের এই কুস্তিগীর। নিজের আদর্শ রবি দাহিয়াকে পরাস্ত করে অলিম্পিক্সে টিকিট পাকা করেছিলেন আমন।
ব্রোঞ্জ পদকের এই ম্যাচের শুরুতেই পয়েন্ট তুলে নেন ক্রুজ। যদিও শীঘ্রই ২ পয়েন্ট তুলে নেন শেরাওয়াতও। আরও একটি পয়েন্ট পেয়ে যান ক্রুজ। টান টান ম্যাচে শেরাওয়াত আরও দুই পয়েন্ট তুলে নেন। ম্যাচে ৬-৩ ব্যবধানে এগিয়ে যান তিনি। জমিতে শেরাওয়াতকে ফেলে প্রথম রাউন্ডে আরও দুই পয়েন্ট তুলে নেন ক্রুজ। যদিও শীঘ্রই পয়েন্ট টেবিল পাল্টে ফেলেন ভারতীয় কুস্তিগীর। দুই পয়েন্ট জিতে, মোট আট পয়েন্ট তুলে নেন তিনি। এরপর পয়েন্ট পৌঁছায় ১৩-য়। এর সঙ্গে সঙ্গে কেরিয়ারে প্রথম অলিম্পিক পদক জিতে নেন আমন।
অলিম্পিক্সের (Paris Olympics 2024) ১৩তম দিনটা ভারতের জন্য বেশ ভালই ছিল। একই দিনে জোড়া পদক আসে ভারতের ঝুলিতে। একদিকে যেখানে ৫২ বছর পর নাগাড়ে দুই অলিম্পিক্সে পদক জিতে ইতিহাস গড়ে ভারতীয় হকি দল। সেখানে নীরজ চোপড়া দিনের শেষবেলায় ভারতকে রুপো এনে দেন। চার ব্রোঞ্জ ও একটি রুপোজয়ী ভারতের সামনে প্রতিযোগিতার ১৪তম দিনেও পদক জয়ের হাতছানি ছিল। ১৪০ দেশবাসীকে আশাহত করেননি আমন। কুস্তিতে ভারতকে এনে দিলেন ব্রোঞ্জ। এর সঙ্গে সঙ্গে ভারতের ঝুলিতে চলতি প্যারিস অলিম্পিক্সে চলে এল ছয়টি পদক।
গতকাল সেমিতে আটকে গিয়েছিলে আমন শেরাওয়াত (Aman Sehrawat)। হেরে গিয়েছিলেন জাপানের প্রতিদ্বন্দ্বী রেই হিগুচির কাছে। ১০-০ ব্যবধানে জয় ছিনিয়ে নেন জাপানের প্রতিদ্বন্দ্বী। এদিন প্রথম দুটো বাউটে যেভাবে পারফর্ম করেছিলেন আমন, তাতে আশা করা যাচ্ছিল যে সেমিতে কঠিন লড়াই হলেও ম্য়াচ জিতবেন ভারতীয় কুস্তিগীর। কিন্তু জাপানের কুস্তিগীর দাঁড়াতেই দেননি আমনকে। মাত্র কয়েক মিনিটের মধ্যে খেলায় ১০-০ ব্যবধানে জয় ছিনিয়ে নেন জাপানের প্রতিদ্বন্দ্বী।
আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।