এক্সপ্লোর
Virender Sehwag Divorce: খুড়তুতো বোনকে বিয়ে করেছিলেন বীরেন্দ্র সহবাগ! সত্যিটা কী?
Virender And Aarti Sehwag: এখনও অবশ্য বিচ্ছেদ নিয়ে কোনও প্রতিক্রিয়া দেননি বীরু ও আরতি। তবে আরতি নিজের ইনস্টাগ্রাম প্রোফাইল প্রাইভেট করে দিয়েছেন।

সহবাগ ও আরতির সম্পর্কে ইতি? - সহবাগের ইনস্টাগ্রাম
1/10

বীরেন্দ্র সহবাগের সঙ্গে স্ত্রী আরতির বিচ্ছেদ নিয়ে জোর গুঞ্জন। সোশ্যাল মিডিয়া তোলপাড়।
2/10

২০০৪ সালে বিয়ে হয়েছিল সহবাগ ও আরতির। ২১ বছরের বৈবাহিক জীবনে ইতি পড়তে চলেছে?
3/10

সোশ্যাল মিডিয়ায় একে অপরকে আনফলো করে দিয়েছেন বীরু ও আরতি। তারপর থেকেই বিয়ে ভাঙা নিয়ে জোর জল্পনা।
4/10

এমনও আলোচনা হচ্ছে যে, বীরু ও আরতি সম্পর্কে ভাই-বোন। সহবাগ নাকি খুড়তুতো বোনকে বিয়ে করেছেন?
5/10

সত্যিই কি তাই? দুই পরিবার সূত্রে অবশ্য এই ঘটনাকে ভিত্তিহীন বলেই উড়িয়ে দেওয়া হয়েছিল।
6/10

জানা গিয়েছে, এক আত্মীয়ের বিয়েতে দেখা হয়েছিল সহবাগ ও আরতির। সহবাগের বয়স তখন মাত্র ৭ বছর। আরতির বয়স ৫ বছর।
7/10

সেই থেকে দুজনের আলাপ, প্রেম। ২০০৪ সালে সেই সম্পর্কই পায় পরিণতি।
8/10

২০০৪ সালে অরুণ জেটলির বাসভবনে চার হাত এক হয়েছিল সহবাগ ও আরতির। জমকালো অনুষ্ঠান হয়েছিল।
9/10

সহবাগ ও আরতির দুই পুত্রসন্তান। আর্যবীর ও বেদান্ত।
10/10

এখনও অবশ্য বিচ্ছেদ নিয়ে কোনও প্রতিক্রিয়া দেননি বীরু ও আরতি। তবে আরতি নিজের ইনস্টাগ্রাম প্রোফাইল প্রাইভেট করে দিয়েছেন। ছবি - সহবাগের ইনস্টাগ্রাম
Published at : 25 Jan 2025 03:43 PM (IST)
আরও দেখুন
Advertisement
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
আইপিএল
জেলার
জ্যোতিষ
ব্যবসা-বাণিজ্যের
Advertisement
ট্রেন্ডিং
