এক্সপ্লোর
Advertisement
সঙ্গে থাকুক পরিবার, মিসবাদের ‘বায়না’ খারিজ করল পাক বোর্ড
নয়াদিল্লি: চলতি ইংল্যান্ড সফরে প্রথম টেস্টে অসাধারণ জয়ের পর দ্বিতীয় টেস্টে মুথ থুবড়ে পড়েছে পাকিস্তান। তারপরেও তৃতীয় টেস্ট পর্যন্ত স্ত্রী-সন্তানদের সঙ্গে রাখার ‘বায়না’ করেছিলেন পাকিস্তানি ক্রিকেটাররা। কিন্তু সেই ‘আবদার’ খারিজ করে দিল বোর্ড।
পাক দলের সঙ্গে যুক্ত এক ব্যক্তি জানিয়েছেন, লর্ডসে প্রথম টেস্ট জেতার পরেই অধিনায়ক মিসবা উল হক সহ কয়েকজন সিনিয়র ক্রিকেটার তৃতীয় টেস্ট শেষ হওয়া পর্যন্ত পরিবার সঙ্গে রাখার আবেদন জানান। তাঁরা এ বিষয়ে ম্যানেজার ইন্তিখাব আলমের সঙ্গে কথা বলেন। পাক বোর্ডের সঙ্গে ক্রিকেটারদের চুক্তিতে বলা ছিল, দ্বিতীয় টেস্টের পরেই ক্রিকেটারদের পরিবারের লোকেরা দেশে ফিরে যাবেন। কিন্তু তা সত্ত্বেও ক্রিকেটাররা পরিবারের লোকেদের সঙ্গে রাখার অনুরোধ জানান। এমনকী, স্ত্রী-সন্তানদের যাবতীয় খরচও বোর্ডকেই বহন করার অনুরোধ জানান পাক ক্রিকেটাররা। কিন্তু ইংল্যান্ডেই থাকা পিসিবি চেয়ারম্যান শাহরিয়র খান এই আবেদন নাকচ করে দেন।
পাক বোর্ডের এক কর্তা বলেছেন, ইংল্যান্ড সফর শুরু হওয়ার আগেই ক্রিকেটারদের বলে দেওয়া হয়েছিল, তাঁদের পরিবারের লোকেরা প্রথম দুটি টেস্ট পর্যন্তই দলের সঙ্গে থাকতে পারবেন। বোর্ডের মতে, এই সফরের গুরুত্ব বিচার করে ক্রিকেটারদের উচিত খেলায় মন দেওয়া।
পিসিবি সূত্রে আরও জানা গিয়েছে, প্রথম টেস্টের পর পরিবার নিয়ে ক্রিকেটাররা শাহরিয়রকে চাপ দিচ্ছিলেন। কিন্তু ওল্ড ট্র্যাফোর্ডে দ্বিতীয় টেস্টে যেভাবে পাকিস্তান হেরে গিয়েছে, তারপর ঘনিষ্ঠদের পরামর্শে ক্রিকেটারদের অনুরোধ মানতে রাজি হননি পিসিবি সভাপতি।
ক্রিকেটারদের অবশ্য বক্তব্য ছিল, দীর্ঘদিন পরিবার থেকে দূরে থাকলে তাঁরা হোমসিক হয়ে পড়বেন। পারফরম্যান্সের উপর এর নেতিবাচক প্রভাব পড়বে। কিন্তু পিসিবি এই যুক্তি মানতে নারাজ।
খেলার (Sports) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
জেলার
জেলার
ক্রিকেট
Advertisement