VVS Laxman Birthday: ''আজও আমাদের মনে টাটকা ২৮১ রানের ইনিংসটি'', লক্ষ্মণকে জন্মদিনে শুভেচ্ছা চাওলার
VVS Laxman Birthday: এই মুহূর্তে টি-টোয়েন্টি বিশ্বকাপের ধারাভাষ্যকারের কাজ করতে সংযুক্ত আরব আমিরশাহিতে রয়েছেন লক্ষ্মণ। লেগস্পিনার পীযূষ চাওলা লক্ষ্মণকে শুভেচ্ছা জানিয়েছেন তাঁর সোশ্যাল মিডিয়া কু-তে।

মুম্বই: ভিভিএস লক্ষ্মণকে তাঁর জন্মদিনে শুভেচ্ছা জানিয়ে পোস্ট করলেন পীযূষ চাওলা। সোমবার ৪৭ বছর পূর্ণ করলেন প্রাক্তন ভারতীয় তারকা ব্যাটার। এই মুহূর্তে টি-টোয়েন্টি বিশ্বকাপের ধারাভাষ্যকারের কাজ করতে সংযুক্ত আরব আমিরশাহিতে রয়েছেন লক্ষ্মণ। লেগস্পিনার পীযূষ চাওলা লক্ষ্মণকে শুভেচ্ছা জানিয়েছেন তাঁর সোশ্যাল মিডিয়া কু-তে। সেখানে তিনি লক্ষ্মণের কলকাতা ইডেন গার্ডেন্সে ২০০১ সালে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে করা ২৮১ রানের মহাকাব্যিক ইনিংস খেলে প্যাভিলিয়ন ফেরার ছবি পোস্ট করেছেন। সঙ্গে তিনি লিখেছেন, 'ভেরি ভেরি স্পেশাল ভি ভি এস লক্ষ্মণকে তাঁর জন্মদিনের অনেক অনেক শুভেচ্ছা। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে তাঁর ২৮১ রানের ইনিংসটি এখনও আমাদের কাছে ভীষণভাবে টাটকা।'
ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ডের তরফেও লক্ষ্মণকে তাঁর জন্মদিনে শুভেচ্ছা জানানো হয়েছে। প্রাক্তন ভারতীয় ক্রিকেটারের একটি ছবি পোস্ট করে লেখা হয়েছে, '১৩৪ টেস্ট, ৮৬ টি ওয়া ডে, ১১ হাজার ১১৯ রান। ক্রিকেটের অন্যতম সেরা একজন ভি ভি এস লক্ষ্মণের আজ জন্মদিন।'
134 Tests, 86 ODIs 👍
— BCCI (@BCCI) November 1, 2021
11,119 international runs 👌
Wishing @VVSLaxman281 - one of the finest to have ever graced the game - a very happy birthday. 🎂 👏#TeamIndia pic.twitter.com/AkrCVNT0nv
উল্লেখ্য, ১৯৭৪ সালের ১ নভেম্বর হায়দরাবাদে জন্মগ্রহণ করেন ভি ভি এস লক্ষ্মণ। ১৯৯৬ সালে টেস্টে অভিষেক হয় তাঁর। ২ বছর পর ১৯৯৮ সালে ওয়ান ডে ফর্ম্যাটেও অভিষেক হয় লক্ষ্মণের। তবে লাল বলের ক্রিকেটেই বেশি সফল ছিলেন এই ডানহাতি স্টাইলিস্ট ব্যাটার।






















