এক্সপ্লোর
Advertisement
বিশ্বকাপের সময় ক্রিকেটারদের সঙ্গে নয় স্ত্রী, সন্তানরা, সরফরাজের প্রস্তাব নাকচ পাক ক্রিকেট বোর্ডের
সরফরাজ সম্প্রতি একটি টিভি চ্যানেলকে সাক্ষাত্কারে জানান, তিনি বড় ট্যুরে ক্রিকেটারদের সঙ্গে তাদের পরিবারেরও থাকার পক্ষপাতী। তাঁর মত, বিশ্বকাপ ও আমাদের ইংল্যান্ড সফর বেশ লম্বা সময় ধরে চলবে। আমার বিশ্বাস, ক্রিকেটের স্বার্থেই বাড়ির লোকজন পাশে থাকলে ক্রিকেটাররা স্বচ্ছন্দ বোধ করেন।
করাচি: জাতীয় ক্রিকেট দলের অধিনায়ক সরফরাজ আহমেদের প্রস্তাব খারিজ করে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) জানিয়ে দিল, ইংল্যান্ডে বিশ্বকাপ ক্রিকেট টুর্নামেন্টে ক্রিকেটারদের সঙ্গে তাঁদের পরিবার থাকতে পারবে না। বোর্ডের একটি সূত্র বলেছে, ক্যাপ্টেন ও ক্রিকেটারদের তরফে প্রস্তাব এসেছে বটে যে, তাঁদের সঙ্গে স্ত্রী, সন্তানরাও বিশ্বকাপ সফরে থাকুক, কিন্তু বোর্ড অনুমতি দেয়নি। তবে ইংল্যান্ডের বিরুদ্ধে একদিনের সিরিজের সময় ক্রিকেটারদের সঙ্গে স্ত্রী, বাচ্চাকাচ্চারা থাকতে পারে, কিন্তু বিশ্বকাপ শুরু হওয়ার আগে ওদের চলে আসতে হবে। প্রতিযোগিতার মধ্যে ক্রিকেটারদের মনঃসংযোগ পুরোপুরি খেলাতেই থাকুক, এটাই বোর্ড চাইছে বলে সূত্রটি জানিয়েছে। বলেছে, টিম ম্যানেজমেন্ট এমন সিদ্ধান্তই নিয়েছে।
সরফরাজ সম্প্রতি একটি টিভি চ্যানেলকে সাক্ষাত্কারে জানান, তিনি বড় ট্যুরে ক্রিকেটারদের সঙ্গে তাদের পরিবারেরও থাকার পক্ষপাতী। তাঁর মত, বিশ্বকাপ ও আমাদের ইংল্যান্ড সফর বেশ লম্বা সময় ধরে চলবে। আমার বিশ্বাস, ক্রিকেটের স্বার্থেই বাড়ির লোকজন পাশে থাকলে ক্রিকেটাররা স্বচ্ছন্দ বোধ করেন। মাঠে সারাদিনের টেনশন, চাপ শেষে ঘরের লোকজন সঙ্গে থাকলে ভাল হয়। মাঠের পরিশ্রমের পর একজন প্লেয়ারের বিশ্রাম চাই, সে হাল্কা হতে চায়। পাকিস্তানে আমরা ম্যাচের দিনগুলি বন্ধুবান্ধব, আত্মীয়স্বজনের সঙ্গে বাইরে বেরিয়ে সময় কাটাতে পারি, কিন্তু বাইরে গেলে সেই পরিবেশ পাওয়া যায় না। স্ত্রী, সন্তানরা গেলে তাদের সঙ্গে সময় কাটানো যায়, পরের দিনের জন্য মন তাজা হয়ে থাকে।
এদিকে বিশ্বকাপের সময় ক্রিকেটারদের সোস্যাল মিডিয়া ব্যবহারের ওপরও পিসিবি ও টিম ম্যানেজমেন্ট বিধিনিষেধ জারি, গণ্ডি টেনে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে বলে একটি সূত্রের খবর।
খেলার (Sports) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
ব্যবসা-বাণিজ্যের
জেলার
ব্যবসা-বাণিজ্যের
খবর
Advertisement