এক্সপ্লোর
Advertisement
প্রধানমন্ত্রী, সচিনের অভিনন্দন, শ্রীকান্তকে ৫ লক্ষ টাকা দিচ্ছে ব্যাডমিন্টন অ্যাসোসিয়েশন
নয়াদিল্লি: অস্ট্রেলিয়ান ওপেন সুপার সিরিজ চ্যাম্পিয়ন কিদম্বী শ্রীকান্তকে অভিনন্দন জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বেতার অনুষ্ঠান ‘মন কি বাত’-এ তিনি খেলার গুরুত্ব বর্ণনা করতে গিয়ে শ্রীকান্তের সাফল্যের জন্য তাঁকে অভিনন্দন জানান মোদী। সচিন তেন্ডুলকরও ট্যুইট করে শ্রীকান্তকে অভিনন্দন জানিয়েছেন।
PM @narendramodi congratulates @srikidambi for his accomplishments during #MannKiBaat.
— PMO India (@PMOIndia) June 25, 2017
Heartiest congratulations to @srikidambi on winning 2nd successive superseries title. Proud of you champion! #AustralianSS — sachin tendulkar (@sachin_rt) June 25, 2017
অন্যদিকে, শ্রীকান্তকে ৫ লক্ষ টাকা পুরস্কার দেওয়ার কথা ঘোষণা করল ভারতীয় ব্যাডমিন্টন অ্যাসোসিয়েশন। এই শাটলারকে অভিনন্দন জানিয়ে ব্যাডমিন্টন অ্যাসোসিয়েশনের সভাপতি হিমন্ত বিশ্ব শর্মা বলেছেন, ‘শ্রীকান্তের এই কৃতিত্বে আমরা গর্বিত। ওর এই সাফল্য বিস্ময়কর। ও শুধু আরও একবার সারা দেশকেই গর্বিত করেনি, বিশ্বসেরাদের তালিকায় নিজের নাম খোদাই করেছে। ওর প্রশংসার জন্য কোনও শব্দই যথেষ্ট নয়।’ শিল্পপতি আনন্দ মাহিন্দ্রা শ্রীকান্তকে একটি গাড়ি দেওয়ার কথা ঘোষণা করেছেন।
This is a classic win @srikidambi at #AustraliaSS. CONGRATULATIONS. We are so proud of you. I proudly announce reward of Re 5lakh @BAI_Media pic.twitter.com/W7asJTSMhT — Himanta Biswa Sarma (@himantabiswa) June 25, 2017
এবারের অস্ট্রেলিয়ান ওপেনে ভারতের অন্য তারকারা বেশিদূর এগোতে পারেননি। পিভি সিন্ধু, সাইনা নেহওয়াল ও বি সাই প্রণীত কোয়ার্টার ফাইনাল থেকেই বিদায় নেন। কিন্তু শ্রীকান্ত সবাইকে ছাপিয়ে গেলেন। বিশ্বসেরা চিনের চেন লংকে স্ট্রেট গেমে হারিয়ে তিনি পরপর দুটি সুপার সিরিজ জিতলেন।
2nd successive Superseries title for Srikanth Kidambi. Defeats the Olympic champion Chen Long 22-20, 21-16 to become #AustraliaSS champion! pic.twitter.com/zUG6jyqS67 — BAI Media (@BAI_Media) June 25, 2017
সভাপতির সুরেই ব্যাডমিন্টন অ্যাসোসিয়েশনের সচিব অনুপ নারাং বলেছেন, ‘এটা শ্রীকান্ত ও ভারতীয় ব্যাডমিন্টনের জন্য দারুণ সাফল্য। ব্যাডমিন্টন অ্যাসোসিয়েশনের সবাই আনন্দিত। আমি নিশ্চিত, সারা দেশের ব্যাডমিন্টনপ্রেমীরাও খুশি।’
খেলার (Sports) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
জেলার
জেলার
ক্রিকেট
Advertisement