PM Modi: '২০৩৬ অলিম্পিক্স ভারতীয় ক্রীড়াকে নতুন দিশা দেখাবে', আশাবাদী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি
Narendra Modi on 2036 Olympics: ২০২৩ সালে মুম্বইয়ে আয়োজিত হয়েছিল আন্তর্জাতিক অলিম্পিক্স কমিটির বৈঠক। সেখানেই প্রথমবার ২০৩৬ সালের অলিম্পিক্স ভারতে আয়োজন করার ইচ্ছে প্রকাশ করেছিলেন নরেন্দ্র মোদি।

নয়াদিল্লি: অলিম্পিক্সের মঞ্চে এখন ভারতীয়দের দাপট বেড়েছে। প্রতিটা অলিম্পিক্সেই সোনা জিতছে ভারতের অ্যাথলিটরা। ভারত সরকারও অলিম্পিক্স ও অলিম্পিক্সের খেলা অ্য়াথলিটদের জন্য উন্নত পরিকাঠামো, অনুশীলনের ব্য়বস্থায় জোর দিয়েছে। আগামী ২০২৬ অলিম্পিক্স আয়োজনের সম্ভাবনা রয়েছে ভারতের। আয়োজক হিসেবে নিজেদের নাম দেখতে চায় ভারত। আর সেই বিষয়েই নিশ্চয়তা দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তিনি মনে করেন, অলিম্পিক আয়োজনের দায়িত্ব পেলে ভারতীয় ক্রীড়াজগৎ এক অন্য উচ্চতায় পৌঁছে যাবে।
উত্তরাখণ্ডের দেরাদুনে শুরু হয়েছে ৩৮ তম ন্যাশনাল গেমস। তারই উদ্বোধনী অনুষ্ঠানে এসেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সেখানেই তিনি বলেন, ''২০৩৬ অলিম্পিক্সে আয়োজনের বিষয়ে আমরা আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছি। আশা করি এই অলিম্পিক্স আয়োজনের দায়িত্ব পেলে আমাদের ক্রীড়াক্ষেত্র অন্য উচ্চতায় পৌঁছাবে। যেখানে অলিম্পিক্স হয়, সেই দেশের ক্রীড়াক্ষেত্র ছাড়াও বাকি বিষয়গুলোতেও আরও উন্নতি হয়। পরিবহণ, পর্যটন সেগুলোও রয়েছে। আমাদের এখানে অ্য়াথলিটদের জন্য সরকার চেষ্টা করে যাচ্ছে ভাল পরিকাঠামো দেওয়ার। অলিম্পিক্স আয়োনের সুযোগ পেলে, সেই বিষয়ে আরও জোর দেওয়া যাবে।''
উল্লেখ্য, ২০২৩ সালে মুম্বইয়ে আয়োজিত হয়েছিল আন্তর্জাতিক অলিম্পিক্স কমিটির বৈঠক। সেখানেই প্রথমবার ২০৩৬ সালের অলিম্পিক্স ভারতে আয়োজন করার ইচ্ছে প্রকাশ করেছিলেন নরেন্দ্র মোদি। এই বিষয়ে আবেদনও জমা দেওয়া হয়েছে আইওসির কাছে। তবে ২০২৬ এর আগে এই বিষয়ে কিছু ভাবতে রাজি নয় আইওসি। কাতার ও সৌদি আরবের মত দেশগুলোও অলিম্পিক্স আয়োজনের বিষয়ে নিজেদের প্রস্তুত করছে ২০৩৬ সালের জন্য। এদিন উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত থেকে ন্যাশনাল গেমসে অংশগ্রহণকারী অ্য়াথলিটদের শুভেচ্ছা জানিয়ে মোদি আরও বলেন, ''আমরা মনে করি দেশের উন্নতিতে স্পোর্টস গুরুত্বপূর্ণ ভূমিকা নেয়। আমি সব অ্য়াথলিটকে নিয়ে আশাবাদী। প্রত্যেকে নিজের সেরাটা দেবে। সবাইকে আমার ভালবাসা ও শুভেচ্ছা রইল। আমরা সবাই তোমাদের সমর্থন করার জন্য তৈরি রয়েছি।'' আগামী ১৪ ফেব্রুয়ারি পর্যন্ত চলবে এই ন্যাশনাল গেমস।
অলিম্পিক্স হোক বা ক্রিকেট বা ফুটবল বা হকি। যে কোনও প্রতিযোগিতার পরই ক্রীড়াবিদদের সঙ্গে চা চক্রে অংশ নেন মোদি। প্রধানমন্ত্রী উদ্বুদ্ধ করেন সবসময় দেশের ক্রীড়াবিদদের। ডি গুকেশ দাবায় বিশ্বচ্যাম্পিয়ন হওয়ার পর তাঁর সঙ্গেও ফোনে কথা বলেছিলেন দেশের নরেন্দ্র মোদি। অলিম্পিক্স আয়োজনের ব্যাপারেও এবার অগ্রণী ভূমিকা নিতে চলেছেন তিনি।
আরও পড়ুন: রাজকোটে স্পিনারদের দাপট, বরুণ, রশিদকে প্রশংসায় ভরালেন সূর্যকুমার






















