এক্সপ্লোর
Advertisement
বিশ্বকাপে প্রচুর রান হবে, উইকেট নেওয়ার মতো বোলার থাকায় সুবিধা পাবে ভারত, মত দ্রাবিড়ের
এবারের বিশ্বকাপে ভারতীয় দলকে ফেভারিট হিসেবেই দেখছেন দ্রাবিড়।
মুম্বই: আসন্ন বিশ্বকাপ ক্রিকেটে প্রচুর রান উঠবে বলে মনে করছেন ভারতীয় দলের প্রাক্তন অধিনায়ক রাহুল দ্রাবিড়। তাঁর মতে, উইকেট নেওয়ার মতো দক্ষ বোলার থাকায় ভারতের সুবিধা হবে। একটি সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে দ্রাবিড় বলেছেন, ‘গত বছর ভারতীয় এ দলের সঙ্গে ইংল্যান্ড সফরে যাওয়ার অভিজ্ঞতার ভিত্তিতে বলতে পারি, এবারের বিশ্বকাপে প্রচুর রান হবে। এরকম বিশ্বকাপে মাঝের ওভারগুলিতে উইকেট নিতে পারে এমন বোলাররা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এক্ষেত্রে ভারতের ভাগ্য খুব ভাল। জসপ্রীত বুমরাহ, কুলদীপ যাদব, যুজবেন্দ্র চাহলরা সবাই উইকেট নিতে পারে। হাই-স্কোরিং ম্যাচে যে দল মাঝের ওভারগুলিতে উইকেট নিতে পারে, তারাই বিপক্ষকে কম রানে বেঁধে রাখতে পারে।’
এবারের বিশ্বকাপে ভারতীয় দলকে ফেভারিট হিসেবেই দেখছেন দ্রাবিড়। এ বিষয়ে তিনি বলেছেন, ‘বিশ্বকাপের আগে আমাদের দু’বছর খুব ভাল কেটেছে। সঙ্গত কারণেই আমরা বিশ্বের দু’নম্বর দল। গত আড়াই বছরে আমরা ধারাবাহিকভাবে ভাল পারফরম্যান্স দেখিয়েছি। ফলে আমরা আশাবাদী হতেই পারি। আমার মনে হয় বিশ্বকাপে কঠিন লড়াই হবে। সব দলই ভালভাবে প্রস্তুতি নিয়েছে এবং লড়াই করতে চায়। সবাই বিশ্বকাপে নিজেদের সেরাটা দিতে চাইবে। তারপরেও আমি বলব, বিশ্বকাপে ভারত অন্যতম ফেভারিট দল। আশা করি আমরা সেমিফাইনালে পৌঁছে যাব। এবারের বিশ্বকাপে বোলিংয়ের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে। যে দল সেরা বোলিং করতে পারবে, তারাই জয়ের কাছাকাছি পৌঁছে যাবে।’
ভারতীয় দলের বর্তমান অধিনায়ক বিরাট কোহলির প্রশংসা করে দ্রাবিড় বলেছেন, ‘বিরাট শুধু উন্নতি করে চলেছে। ও যে মান তৈরি করে চলেছে, সেটা এর আগে আমরা ভাবতেই পারিনি। একদিনের ক্রিকেটে ৪৯-৫০টি শতরান করেছিল সচিন (তেন্ডুলকর)। সবাই মনে করেছিল, সেটা করতে অনেক সময় লাগবে। কিন্তু বিরাট তার কাছাকাছি পৌঁছে গিয়েছে। ২০১৪ সালের ইংল্যান্ড সফরে বিরাট ভাল খেলতে পারেনি। ও প্রথম অস্ট্রেলিয়া সফরেও খুব একটা সফল হতে পারেনি। কিন্তু পরের সফরেই দারুণ খেলেছে। ও ধারাবাহিকভাবে উন্নতি করে চলেছে।’
ভারতের প্রাক্তন অধিনায়ক মহেন্দ্র সিংহ ধোনিরও প্রশংসা করেছেন দ্রাবিড়। এ প্রসঙ্গে তিনি বলেছেন, ‘এম এসের সবচেয়ে ভাল দিক হল, ও বড় প্রতিযোগিতা এবং বড় ম্যাচগুলিতেই ভাল খেলে। আমি অনূর্ধ্ব-১৯ দলের ছেলেদের ওর কথা বলি।’
খেলার (Sports) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
হুগলি
মালদা
শিক্ষা
জেলার
Advertisement