Kolkata Derby: ডার্বিপূর্বে ক্লেটনকে সরাসরি চ্যালেঞ্জ জানালেন সবুজ মেরুন রক্ষণের ভরসা প্রীতম
ATK Mohun Bagan: আইএসএলে বিগত চার ম্যাচেই ইস্টবেঙ্গলকে হারালেও, ডার্বিতে আজ এটিকে মোহনবাগান ফেভারিট হিসাবে বাড়তি সুবিধা পাবে বলে মানতে নারাজ প্রীতম কোটাল।
![Kolkata Derby: ডার্বিপূর্বে ক্লেটনকে সরাসরি চ্যালেঞ্জ জানালেন সবুজ মেরুন রক্ষণের ভরসা প্রীতম Pritam Kotal challenges Cleiton Silva to score hat trick against ATK Mohun Bagan in ISL 2022 Kolkata Derby: ডার্বিপূর্বে ক্লেটনকে সরাসরি চ্যালেঞ্জ জানালেন সবুজ মেরুন রক্ষণের ভরসা প্রীতম](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2022/10/29/8786d9191f4429478df7ce0f4a6104581667019821157507_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
কলকাতা: আইএসএলের বিগত চার কলকাতা ডার্বিতে (Kolkata Derby) এটিকে মোহনবাগান সবকয়টি ম্যাচেই ইস্টবেঙ্গলের বিরুদ্ধে (ATK MB vs EB) জয় পেয়েছে। ডুরান্ড কাপেও এ মরসুমের প্রথম ডার্বিতে জয় পেয়েছিল সবুজ মেরুন। তাই বিশেষজ্ঞদের মতে আজকের ম্যাচেও এগিয়ে জুয়ান ফেরান্দোর দল। অবশ্য এই মত মানতে নারাজ এটিকে মোহনবাগানের অধিনায়ক প্রীতম কোটাল (Pritam Kotal)।
ডার্বির আগেরদিন প্রীতম সাংবাদিক সম্মেলনে বলেন, 'আমার অতীত অভিজ্ঞতা থেকে বলতে পারি যে ডার্বি ম্যাচে সবসময়ই দুই দলেরই জয়ের সমান সম্ভাবনা থাকে। দুই দলই এই ম্যাচে নিজেদের সবটুকু উজাড় করে দেবে। দুই দলই ম্যাচ জিততে চাইবে এবং ফেভারিটের তকমাটা অন্তত এই ম্যাচে কোনও গুরুত্ব পায় না। তবে আমরা ম্যাচের জন্য কোনও বাড়তি কোনও চাপ অনুভব করছি না।'
ক্লেটনকে চ্যালেঞ্জ
ম্যাচের আগে ইস্টবেঙ্গলের কোচ সবুজ মেরুনের রক্ষণকে আগাম চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন। তিনি চান ক্লেটন সিলভা যেন ডার্বিতে হ্যাটট্রিক করেন। প্রত্যুত্তরে প্রীতম বলেন, 'ওঁ হ্যাটট্রিক করতে পারবে কি না, তাই শনিবার প্রমাণ হয়ে যাবে। ওঁকে আটকানোর দায়িত্ব তো শুধু আমার একার ওপর নেই। দলের সকলে মিলেই তা করা সম্ভব। আমরা দল হিসাবে খেলি। ইস্টবেঙ্গলও দল হিসাবেই মাছে নামবে এবং আক্রমণ করার জন্য ওঁরা শুধু ক্লেইটনের ওপর নির্ভরশীল নয়। আমি খালি এটুকুই বলব যে যা হবে তা মাঠেই দেখা যাবে। এভাবে সাংবাদিক সম্মেলনে আগে থেকে কিছুই বলা যায় না।'
বাড়তি চাপ নয়
সাংবাদিক সম্মেলনে সবুজ-মেরুন কোচকে প্রশ্ন করা হয়েছিল, এ বার ইস্টবেঙ্গল এফসিকে গতবারের তুলনায় শক্তিশালী মনে হচ্ছে। এই ব্যাপারে আপনার কী মত? ফেরান্দো বলেন, 'আমি আমার দল নিয়েই বেশি ভাবি। কারণ, প্রতিপক্ষ কেমন, তা তো আর আমার হাতে নয়। প্রতিপক্ষ ভাল দল। ওদের ভাল ভাল খেলোয়াড় আছে। কিন্তু আমি নিজের দলের উন্নতি নিয়ে বেশি ভাবি। সামনে অনেক ম্যাচ আছে। এটাই এখন আমাদের লক্ষ্য। ছোটখাটো ব্যাপারগুলোতে আরও উন্নতি করতে হবে আমাদের। তবে প্রতিপক্ষদের নিয়ে বেশি চিন্তা করছি না।' মোটর ওপর ডার্বি ঘিরে উত্তেজনা পারদ যে তুঙ্গে, তা বলাই বাহুল্য।
আরও পড়ুন: চাপে থাকবে এটিকে মোহনবাগান, বড় ম্যাচের আগে দাবি ইস্টবেঙ্গল তারকা ক্লেইটনের
ট্রেন্ডিং
সেরা শিরোনাম
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)