এক্সপ্লোর
Advertisement
প্রো কবাডি: পুনেরি পল্টন-কে হারানোর লক্ষ্যে আজ নামছে বেঙ্গল ওয়ারিয়র্স
তামিল থালাইভাস ও পটনা পাইরেটস এখনও পর্যন্ত দুটি ম্যাচ খেলে পেয়েছে ৬ পয়েন্ট। বেঙ্গল ওয়ারিয়র্সও খেলেছে ২টি ম্যাচ, পয়েন্ট ৬। পয়েন্ট টেবিলে তারা ৬ নম্বরে।
কলকাতা: প্রো কবাডি লিগে আজ বেঙ্গল ওয়ারিয়র্স পুনেরি পল্টনের মুখোমুখি হবে। তবে এটি দ্বিতীয় ম্যাচ, প্রথম ম্যাচ হবে তামিল থালাইভাস ও পটনা পাইরেটসের মধ্যে।
তামিল থালাইভাস ও পটনা পাইরেটস এখনও পর্যন্ত দুটি ম্যাচ খেলে পেয়েছে ৬ পয়েন্ট। বেঙ্গল ওয়ারিয়র্সও খেলেছে ২টি ম্যাচ, পয়েন্ট ৬। পয়েন্ট টেবিলে তারা ৬ নম্বরে। পুনেরি পল্টন এখনও খাতা খুলতে পারেনি, তারা রয়েছে ১১ নম্বরে।
গতকালের ম্যাচে বেঙ্গালুরু বুলস ইউ মুম্বাকে হারিয়েছে ৩০-২৬ ফলে। এটি লিগে এখনও পর্যন্ত তাদের দ্বিতীয় জয়। পবন সহরাবতের সুপার ১০-এ ভর করে সহজেই ম্যাচ জিতেছে বেঙ্গালুরু। ১০ পয়েন্ট পেয়ে পয়েন্ট তালিকায় ৫ নম্বরে রয়েছে তারা। ইউ মুম্বা খেলেছে ৪ ম্যাচ, ২টিতে জিতেছে, হার ২টিতে। ১১ পয়েন্ট পেয়ে তারা রয়েছে ২ নম্বরে।
দাবাং দিল্লি তাদের দারুণ পারফরম্যান্সের ধারাবাহিকতা বজায় রেখেছে রবিবার হরিয়ানা স্টিলার্সকে হারিয়েছে ৪১-২১ ফলে। এটি লিগে তাদের তৃতীয় জয়।
খেলার (Sports) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
খবর
জেলার
জেলার
ক্রিকেট
Advertisement