PV Sindhu Marriage: পি ভি সিন্ধুর রিসেপশনে চাঁদের হাট, অলিম্পিক্সে জোড়া পদকজয়ীর অনুষ্ঠানে মেন্যুতে কী ছিল?
PV Sindhu Ties Knot with Venkatta Datta Sai: গচ্চিবৌলির কাছে আনভয়া কনভেনশন সেন্টারে বসেছিল রিসেপশনের আসর। তেলঙ্গনার মুখ্যমন্ত্রী থেকে শুরু করে রাজ্যপাল, রাজনৈতিক হেভিওয়েটদের ভিড় ছিল।
সন্দীপ সরকার, কলকাতা: উদয়পুরে রাজকীয় বিয়ে সম্পন্ন হয়েছিল রবিবার, ২২ ডিসেম্বর। আর রিসেপশন বসেছিল নিজামের শহর হায়দরাবাদে। যে শহর থেকে খেলে গোটা বিশ্বের কুর্নিশ আদায় করে নিয়েছেন পি ভি সিন্ধু (PV Sindhu)। মঙ্গলবার, ২৪ ডিসেম্বর ছিল সেই অনুষ্ঠান।
মঙ্গলবার সিন্ধুর বিয়ের রিসেপশন উপলক্ষ্যেও হায়দরাবাদে বসেছিল চাঁদের হাট। গচ্চিবৌলির কাছে আনভয়া কনভেনশন সেন্টারে বসেছিল রিসেপশনের আসর। তেলঙ্গনার মুখ্যমন্ত্রী থেকে শুরু করে রাজ্যপাল, রাজনৈতিক হেভিওয়েটদের ভিড় ছিল। সকলেই গিয়েছিলেন দেশকে বারবার গর্বের মুহূর্ত উপহার দেওয়া তারকাকে আশীর্বাদ করতে। সঙ্গে হাজির ছিলেন ব্যাডমিন্টন জগতের এক ঝাঁক তারকা। এইচ এস প্রণয় থেকে শুরু করে তানিশা ক্রাস্টো, নামী তারকাদের প্রায় সকলেই হাজির হয়েছিলেন।
কলকাতা থেকে সিন্ধুর রিসেপশনে যোগ দিতে গিয়েছিলেন ব্যাডমিন্টন অ্যাসোসিয়েশন অফ ইন্ডিয়া (BAI)-র ভাইস প্রেসিডেন্ট শেখর বিশ্বাস। বুধবার সকালে হায়দরাবাদ থেকে কলকাতায় ফিরলেন শেখর। এবিপি আনন্দকে তিনি বলছিলেন, 'মঙ্গলবার দুপুরে হায়দরাবাদে গিয়েছিলাম। তার আগে বেঙ্গালুরুতে সিনিয়র ন্যাশানল টুর্নামেন্ট চলছিল। সেখান থেকে কলকাতায় ফিরে ফের হায়দরাবাদে রওনা হই। আমার সঙ্গেই ব্যাডমিন্টন অ্যাসোসিয়েশন অফ ইন্ডিয়া (BAI)-র সচিব সঞ্জয় মিশ্র, অন্যান্য ভাইস প্রেসিডেন্ট থেকে শুরু করে দেশের বিভিন্ন রাজ্যের ব্যাডমিন্টন সংস্থার কর্তারাও গিয়েছিলেন।'
কী ছিল রিসেপশনের ম্যেনুতে? চোখধাঁধানো খাবারের সম্ভার রেখেছিলেন পি ভি সিন্ধু। শেখর বললেন, 'কী ছিল না! দক্ষিণ ভারতীয় খাবারের নানা পদ। হায়দরাবাদ মানেই আমরা বুঝি বিরিয়ানি। সিন্ধুর রিসেপশনেও নানারকম বিরিয়ানি রাখা হয়েছিল। ভেজ থেকে শুরু করে নন ভেজ, সবরকম বিরিয়ানিই ছিল অতিথি অভ্যাগতদের জন্য। সঙ্গে সাদা ভাত, নিরামিশ ও আমিষ নানা পদ, মাছ, চিকেন, মাটনের আইটেম, আট-দশ রকমের মিষ্টি, আইসক্রিম, সব কিছুই ছিল। এবং সব খাবারই ছিল অত্যন্ত সুস্বাদু।'
সিন্ধুকে গোল্ডেন গার্ল বলে ডাকেন শেখর। বলছিলেন, 'ব্যাডমিন্টন অ্যাসোসিয়েশন অফ ইন্ডিয়ার তরফে কেন্দ্রীয় মন্ত্রকের সঙ্গে কো অর্ডিনেশনটা আমি করি। সেই সূত্রেই সিন্ধুর সঙ্গে সুসম্পর্ক। মনে আছে, রিও অলিম্পিক্সে রুপো জেতার পরই ফোন করেছিলাম। ধরে প্রায় ৮ মিনিট কথা বলেছিল। ও মাটির মানুষ। অলিম্পিক্সে জোড়া পদক, এতটুকু অহঙ্কার নেই। স্যর স্যর বলে কথা বলে। ভীষণ মিষ্টি ব্যবহার।'
সিন্ধুকে উপহার কী দিলেন? শেখর বললেন, 'ব্যাডমিন্টন অ্যাসোসিয়েশনের তরফ থেকে দেওয়া হয়েছে রুপোর স্মারক। তাতে বাই-এর লোগো খোদাই করা আছে।' পুল্লেলা গোপীচন্দ গিয়েছিলেন? শেখর বললেন, 'আমি যতক্ষণ ছিলাম, দেখিনি।'
আরও পড়ুন: খেলেছেন ইউসুফ পাঠান-হুডাদের বিরুদ্ধে, হৃদরোগে আক্রান্ত হয়ে মাত্র ঊনচল্লিশেই মৃত্যু!
আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।