NZ vs SA: কোনওভাবেই উইলিয়ামসনের সঙ্গে ম্য়াচের সেরার পুরস্কার ভাগ করবেন না, রাচিন কেন এমনটা বললেন?
NZ vs SA Test: ২৪০ রান করেছিলেন ২৪ বছরের তরুণ কিউয়ি অলরাউন্ডার। ম্য়াচের সেরার পুরস্কারও জুটেছে রাচিন রবীন্দ্রর ঝুলিতে।
বে ওভাল: দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ২৮১ রানের বিশাল ব্যবধানে জয় ছিনিয়ে নিয়েছে নিউজিল্য়ান্ড (New Zeland Cricket)। ম্যাচে দুই ইনিংসে শতরান হাঁকিয়েছেন কেন উইলিয়ামসন। অন্য়দিকে প্রথম ইনিংসে দ্বিশতরান হাঁকিয়েছিলেন। ২৪০ রান করেছিলেন ২৪ বছরের তরুণ কিউয়ি অলরাউন্ডার। ম্য়াচের সেরার পুরস্কারও জুটেছে রাচিন রবীন্দ্রর ঝুলিতে। পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বাঁহাতি কিউয়ি অলরাউন্ডারকে মজা করে প্রশ্ন করা হয়েছিল যে ম্য়াচের সেরার পুরস্কার তিনি কেন উইলিয়ামসনের সঙ্গে ভাগ করে নিতে চান কি না। সেই প্রশ্নের উত্তরে অবশ্য রাচিন রবীন্দ্র সরাসরি না বলে দেন।
পুরস্কার বিতরণী অনুষ্ঠানে এসে রাচিন রবীন্দ্র বলেন, ''আমি একদমই ম্য়াচের সেরার পুরস্কার কেনের সঙ্গে ভাগ করে নেব না। ওর ঝুলিতে ৩১টি শতরান রয়েছে। তাই আমি কোনওভাবেই আমার পুরস্কার ওর সঙ্গে ভাগ করে নেব না। দলের জয়ের জন্য যখনই অবদান রাখতে পারি, তা বাড়তি আনন্দ দেয়। আমি এই ধারাবাহিকতা বজায় রাখতে চাই।'' উল্লেখ্য, এখনও পর্যন্ত ৪টি টেস্ট খেলে ৩২৫ রান করেছেন রাচিন রবীন্দ্র। গড় ৪৬ -এর ওপরে।
দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ২৮১ রানের বিশাল ব্যবধানে টেস্ট ম্যাচ জিতেছে কিউয়িরা। আর এই জয়ের সুবাদে টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্ট টেবিলে শীর্ষস্থানে উঠে এল কেন উইলিয়ামসনের দল। তারা ভারত ও অস্ট্রেলিয়াকে টপকে সবার উপরে চলে এল। উল্লেখ্য, প্রথমবারের টেস্ট চ্যাম্পিয়নশিপ খেতাব জিতেছিল কিউয়ি শিবির। আগামী বছর আরও একটি টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল খেলার পথে এই জয় অনেকটাই সাহায্য করবে মিচেল, ল্যাথামদের।
এই মুহূর্তে নিউজিল্যান্ড সবার উপরে আছে। দ্বিতীয় স্থানে অস্ট্রেলিয়া ও তৃতীয় স্থানে নেমে গিয়েছে ভারত। বাংলাদেশ ৪, পাকিস্তান ৫ ও ওয়েস্ট ইন্ডিজ ৬ নম্বরে রয়েছে। দক্ষিণ আফ্রিকা এই বড় হারের পর টেবিলে সাতে নেমে গিয়েছে। উল্লেখ্য, এখনও পর্যন্ত এবারের টেস্ট চ্যাম্পিয়নশিপে মোট ৩টি ম্যাচ খেলেছে কিউয়িরা। দুটো ম্যাচে বাংলাদেশের বিরুদ্ধে ড্র করেছে তারা। আর এই একটি ম্যাচে বড় ব্যবধানে জয় ছিনিয়ে নিতে পেরেছে সাউদির দল।
উল্লেখ্য, দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টেস্টে ২ ইনিংসেই শতরান করেছেন কেন উইলিয়ামসন। এই মুহূর্তে তাঁর শতরানের সংখ্যা ৩১। টেস্টে আরও একটা মাইলফলক স্পর্শ করলেন কেন উইলিয়ামসন। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ঘরের মাঠে টেস্ট সিরিজ খেলতে নেমেছিল নিউজিল্যান্ড।