এক্সপ্লোর
Advertisement
রাহানের শতরান, বিরাটের ৮৭, ওয়েস্ট ইন্ডিজকে ১০৫ রানে হারাল ভারত
পোর্ট অফ স্পেন: গত এক সপ্তাহ ধরে চলা যাবতীয় সমালোচনা, বিতর্ককে দূরে সরিয়ে জয়ে ফিরল ভারতীয় দল। বৃষ্টিবিঘ্নিত দ্বিতীয় একদিনের ম্যাচে ওয়েস্ট ইন্ডিজকে ১০৫ রানে হারিয়ে পাঁচ ম্যাচের সিরিজে ১-০ এগিয়ে গেল ভারত। এই জয়ে অবদান থাকল অজিঙ্ক রাহানে, অধিনায়ক বিরাট কোহলি ও শিখর ধবনের। রাহানে ১০৪ বলে ১০৩ রানের ঝকঝকে ইনিংস খেললেন। বিরাট ৬৬ বলে ৮৭ রানের ঝোড়ো ইনিংস খেলে বুঝিয়ে দিলেন, মাঠের বাইরের বিতর্ক তাঁর পারফরম্যান্সে প্রভাব ফেলতে পারেনি। ধবন ৫৯ বলে করলেন ৬৩ রান। মূলত এই ত্রয়ীর দাপটেই সহজ জয় পেল ভারত।
বৃষ্টির জন্য এই ম্যাচ দু ঘণ্টা দেরিতে শুরু হয়। ওভার সংখ্যা কমে হয় ৪৩। টসে জিতে প্রথমে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেন ওয়েস্ট ইন্ডিজের অধিনায়ক জেসন হোল্ডার। ভারতের দুই ওপেনার রাহানে ও ধবন ১১৪ রান যোগ করেন। বিরাট ও রাহানের জুটিতে যোগ হয় ৯৭ রান। ভারত করে ৫ উইকেটে ৩১০। জবাবে ৬ উইকেটে ২০৫ রান করে ওয়েস্ট ইন্ডিজ। ওপেনার শাই হোপ করেন ৮১ রান। রস্টন চেজ ৩৩ রানে অপরাজিত থাকেন। ভুবনেশ্বর কুমার দুটি এবং কুলদীপ যাদব ৩ উইকেট নেন।
খেলার (Sports) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
স্বাস্থ্য
জেলার
ক্রিকেট
জেলার
Advertisement