এক্সপ্লোর
Advertisement
এশিয়ান গেমসে ২৫ মিটার পিস্তলে সোনা রাহি সার্নোবতের
জাকার্তা: এশিয়ান গেমসে চতুর্থ সোনা ভারতের। জাকার্তায় গেমসের চতুর্থ দিন ভারতকে সোনার পদক এনে দিলেন রাহি সার্নোবত। ২৫ মিটার পিস্তলে এশিয়ান গেমস রেকর্ড গড়ে সোনা জিতলেন কোলাপুরের রাহি। তাইল্যান্ডের শ্যুটার নাফাসওয়ান ইয়াংপাইবুনের সঙ্গে টাইয়ের পর শ্যুট অফে সোনা জেতেন ভারতের ২৭ বছর বয়সি এই শ্যুটার।
আজ ফাইনালে প্রথমে রাহি ও নাফাসওয়ান দু’জনেই ৩৪ পয়েন্ট করে পান। প্রথম শ্যুট অফে তাঁরা দু’জনেই চারবার লক্ষ্যে সফল হন। শেষপর্যন্ত দ্বিতীয় শ্যুট অফে প্রতিপক্ষকে টেক্কা দেন রাহি। এদিন তিনি সোনা জিতলেও, হতাশ করলেন মনু ভাকের। এই তরুণী যোগ্যতা অর্জন পর্বে ৫৯৩ স্কোর করে রেকর্ড গড়ে ফাইনালে উঠলেও, শেষপর্যন্ত ষষ্ঠ হলেন।
এদিন উশু স্যান্ডা থেকে এল চারটি ব্রোঞ্জ। মহিলাদের ৬০ কেজিতে ব্রোঞ্জ রোশিবিনা দেবীর। পুরুষদের ৫৬ কেজিতে ব্রোঞ্জ পেলেন সন্তোষ কুমার। পুরুষদের ৬০ কেজিতে ব্রোঞ্জ সূর্যভানু প্রতাপ সিংহর। পুরুষদের ৬৫ কেজিতে ব্রোঞ্জ পেয়েছেন নরেন্দ্র গ্রেওয়াল। চারটি সোনা, তিনটি রুপো ও আটটি ব্রোঞ্জ নিয়ে ভারত এখন পদক তালিকার সপ্তম স্থানে।
খেলার (Sports) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
ক্রিকেট
জেলার
জেলার
জেলার
Advertisement