Ranji Trophy 2021-22: আজ রঞ্জিতে বঢোদরার বিরুদ্ধে অভিযান শুরু বাংলার
Ranji Trophy 2021-22: প্রথম ম্যাচে বঢোদরার বিরুদ্ধে খেলতে নামবেন সুদীপ চট্টোপাধ্যায়, অভিমন্য ঈশ্বরণরা। ১৯৮৯-৯০ সালে শেষ বার রঞ্জি চ্যাম্পিয়ন হয়েছিল বাংলা।
কটক: আজ থেকে রঞ্জিতে অভিযান শুরু করছে বাংলা ক্রিকেট দল। প্রথম ম্যাচে বঢোদরার বিরুদ্ধে খেলতে নামবেন সুদীপ চট্টোপাধ্যায়, অভিমন্য ঈশ্বরণরা। ১৯৮৯-৯০ সালে শেষ বার রঞ্জি চ্যাম্পিয়ন হয়েছিল বাংলা। এরপর থেকে ফাইনালে তিনবার উঠেছে বাংলা। ২০১৯-২০ মরসুমে সৌরাষ্ট্র্রের বিরুদ্ধে ফাইনালে হারতে হয়েছিল বাংলা শিবিরকে। এবার অভিমন্যু ঈশ্বরণের নেতৃত্বে খেলতে নামবে টিম বেঙ্গল।
আজ রঞ্জিতে বাংলা বনাম বঢোদরা ম্যাচ কোথায় খেলা হবে?
আজ ১৭ ফেব্রুয়ারি, বাংলা বনাম বঢোদরা ম্যাচটি খেলা হবে কটকের ।
কোন স্টেডিয়ামে খেলা হবে?
আজ কটকের বারাবাটি স্টেডিয়ামে খেলা হবে।
বারাবাটি স্টেডিয়ামের পিচ ব্যাটারদের খুব একটা সুবিধে দেয় না। কিন্তু বোলারদেরও কঠিন পরিশ্রম করেই উইকেট তুলতে হবে। সেক্ষেত্রে টস জিতে প্রথমে ব্যাট নিয়ে বোর্ডে বড় রান তুলে নিতে চাইবে যে কোনও দলই।
বাংলার হয়ে রঞ্জি অভিষেক হতে চলেছে অভিষেক পোড়েলের। ঋদ্ধিমান সাহা বাংলা দলে নেই। ব্যক্তিগত কারণ দেখিয়ে সরে দাঁড়িয়েছেন। ঘনিষ্ঠমহলে তিনি জানিয়েছেন, জাতীয় টেস্ট দলে নিজের আর সেরকম সম্ভাবনা দেখছেন না বলেই রঞ্জি না খেলার সিদ্ধান্ত নিয়েছেন। তাঁর পরিবর্তে রঞ্জি অভিষেক হতে চলেছে চন্দননগরের উইকেটকিপার অভিষেকের। যিনি আবার ভারতের হয়ে অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপ জেতা পেসার ঈশান পোড়েলের খুড়তুতো ভাই।