এক্সপ্লোর
দেখুন: আম্পায়ারের ভুল সিদ্ধান্তের শিকার, ক্ষোভ গোপন করতে পারলেন না গৌতম গম্ভীর

নয়াদিল্লি: ঘরোয়া ক্রিকেটে নিম্নমানের আম্পায়ারিংয়ের সমস্যা আরও একবার সামনে এল। দিল্লির এই মরশুমের প্রথম ম্যাচেই আম্পায়ারের ভুল সিদ্ধান্তের শিকার হলেন গৌতম গম্ভীর। এরপর আর ক্ষোভ গোপন রাখতে পারলেন না তিনি। ফিরোজ শাহ কোটলায় হিমাচল প্রদেশের বিরুদ্ধে দিল্লির ম্যাচে এই ঘটনা ঘটেছে। গম্ভীর বরাবরই স্পষ্টবাদী হিসেবেই পরিচিত। আম্পায়েরর ভুল সিদ্ধান্তে নিজের বিরক্তি প্রকাশ করতে কসুর করলেন না তিনি। দিল্লির অধিনায়ক নীতীশ রানা টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন। বেশ ছন্দেই খেলছিলেন গম্ভীর। কিন্তু ৫০ বলে ৪৪ রান করে প্যাভিলিয়নে ফিরে যেতে হল তাঁকে। দিল্লির ইনিংসের ১৭ তম ওভারে ওই ঘটনা ঘটে। ময়াঙ্ক ডগরের একটা নির্বিষ ডেলিভারি গম্ভীরের প্যাডে লেগে ফরোয়ার্ড শর্ট লেগের ফিল্ডারের হাতে চলে যায়। হিমাচল প্রদেশের খেলোয়াড়রা আউটের আবেদন করেন। আর আম্পায়ার সেই আবেদনে সাড়া দেন। ওই ঘটনায় দৃশ্যতই ক্ষুব্ধ হব গম্ভীর। তিনি ইঙ্গিতে জানান যে, ব্যাটের সঙ্গে বলের কোনও সম্পর্কই হয়নি। এরপর ড্রেসিংরুমে যাওয়ার পথে বেশ খানিক গজগজ করতে দেখা যায় তাঁকে।
— Mushfiqur Fan (@NaaginDance) November 12, 2018টেলিভিশন রিপ্লেতেও দেখা গিয়েছে যে, ব্যাট আর বলে কোনও সম্পর্কই হয়নি। এই ঘটনায় ঘরোয়া ক্রিকেটেও ডিআরএস চালুর প্রয়োজনীয়তা আরও জোরাল করেছে।
খেলার (Sports) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও পড়ুন






















