একাই ৩০০! নতুন টি২০ রেকর্ড গড়লেন দিল্লির তরুণ মোহিত অহলাবত
![একাই ৩০০! নতুন টি২০ রেকর্ড গড়লেন দিল্লির তরুণ মোহিত অহলাবত Record Mohit Ahlawat Becomes First Guy To Score 300 In A T20 Match একাই ৩০০! নতুন টি২০ রেকর্ড গড়লেন দিল্লির তরুণ মোহিত অহলাবত](https://static.abplive.com/wp-content/uploads/sites/3/2017/02/07173318/alawat.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
নয়াদিল্লি: যে কোনও শ্রেণির ২০ ওভারের ম্যাচে নতুন রেকর্ড গড়লেন দিল্লির রঞ্জি দলের সদস্য মোহিত অহলাবত। একটি ম্যাচে ৩০০ রান করে নতুন ইতিহাসের রচনা করলেন পানিপতের এই ক্রিকেটার।
এখনও পর্যন্ত যা করে দেখাতে পারেননি বিরাট কোহলি, ব্রেন্ডন ম্যাকালাম, ক্রিস গেইল বা এবি ডিভিলিয়ার্সের মতো বিস্ফোরক ব্যাটসম্যান। তাই করে দেখালেন অখ্যাত মোহিত।
সম্প্রতি, পূর্ব দিল্লির ললিতা পার্কে ফ্রেন্ডস ইলেভেন-এর বিরুদ্ধে মাভি ইলেভেন নামে এক ক্লাবের হয়ে একটি টি২০ ম্যাচে অপরাজিত ৩০০ রান করেন মোহিত। আর তা করতে মোহিতের লেগেছে মাত্র ৭২ বল! মোহিতের এই অবিশ্বাস্য ইনিংস সাজানো রয়েছে ৩৯টি ছয় ও ১৪টি চারে।
শেষ দু ওভারে ২৫০ থেকে ৩০০ রান করেন মোহিত। মোহিতের এই অতিমানবিক রানের দৌলতে নির্ধারিত ২০ ওভারে ৪১৬ রান তোলে তাঁর দল।
২১ বছরের এই তরুণ ক্রিকেটার নিজের পারফরম্যান্সকেই যেন বিশ্বাস করতে পারছেন না। আমাকে এখন বিশ্বাস করতে হবে যে আমি এমন খেলেছি, সহজ স্বীকারোক্তি তাঁর। একটা সময় গৌতম গম্ভীরের জন্য দিল্লি রঞ্জি দলে সুযোগ পেয়েছিলেন মোহিত। কিন্তু, একের পর এক ব্যর্থতার ফলে বাদ পড়েন তিনি।
এদিন মোহিত বলেন, আশা করি গোতি-ভাই আমার এই পারফরম্যান্সকে নজরে রেখেছেন। মনে করিয়ে দেন, প্রথম শ্রেণির ক্রিকেটের পাশাপাশি, আইপিএল-ও তাঁর নজরে রয়েছে। আর প্রথম পছন্দ অবশ্যই গম্ভীরের নেতৃত্বাধীন কলকাতা নাইট রাইডার্স। জানান, নিলামে তিনি নাম দিয়েছেন। সুযোগ পেলে নিজেকে প্রমাণ করতে চান।
ট্রেন্ডিং
সেরা শিরোনাম
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)