India Warm Up Match: ভারতের হয়ে খেলবেন না পূজারা, বুমরা, কিন্তু কেন?
Ind vs Leicestershire: তালিকায় রয়েছেন আরও এক তরুণ ভারতীয় পেসার প্রসিদ্ধ কৃষ্ণও। ইংল্য়ান্ডের মাটিতে টেস্ট খেলতে উড়ে গিয়েছিলেন তাঁরা। কিন্তু সেখানে গিয়েই সিদ্ধান্ত বদল।
লেস্টার: ভারতীয় দলের হয়ে খেলছিলেন এতগুলো বছর ধরে। কিন্তু এবার টিম ইন্ডিয়ার (Indian Cricket Team) হয়ে আর প্রতিনিধিত্ব করবেন না চেতেশ্বর পূজারা, জসপ্রীত বুমরা (Jasprit Bumrah), ঋষভ পন্থ (Rishabh Pant)। তালিকায় রয়েছেন আরও এক তরুণ ভারতীয় পেসার প্রসিদ্ধ কৃষ্ণও। ইংল্য়ান্ডের মাটিতে টেস্ট খেলতে উড়ে গিয়েছিলেন তাঁরা। কিন্তু সেখানে গিয়েই সিদ্ধান্ত বদল।
কেন ভারতের হয়ে খেলবেন না চার জন?
প্রথমটা পড়ে অবাক হওয়ার কিছুই নেই। আসলে ভারতীয় দল যে প্রস্তুতি ম্যাচ খেলবে, সেখানেই ভারতীয় দলের উল্টোদিকে খেলতে দেখা যাবে ৪ ভারতীয় ক্রিকেটারকে। আসলে প্রস্তুতি ম্যাচে যাতে সবাই সুযোগ পান নিজেদের ঝালিয়ে নেওয়ার, তার জন্যই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। চারদিনের প্রস্তুতি ম্যাচে প্রতিটি দলে ১৩ জন করে প্লেয়ার থাকবেন। লেস্টারশায়ার ক্রিকেট ক্লাবের তরফে এক বিবৃতিতে জানানো হয়েছে, ''ভারতীয় দলের চার ক্রিকেটারকে আমরা স্বাগত জানাচ্ছি। লেস্টারশায়ার স্কোয়াডে খেলবেন চেতেশ্বর পূজারা, ঋষভ পন্থ, জসপ্রীত বুমরা ও প্রসিদ্ধ কৃষ্ণ। লেস্টারশায়ারের অধিনায়ক হিসেবে মাঠে নামবেন স্যাম ইভানস। ভারতীয় দলের প্রত্য়েক প্লেয়ারই যাতে ম্যাচ প্র্যাকটিসের সুযোগ পান, সেই জন্যই আমরা ওঁদের স্বাগত জানিয়েছি।''
গত বছর ভারত-ইংল্যান্ড পাঁচ ম্যাচের টেস্ট সিরিজের শেষ ম্যাচ স্থগিত হয়ে গিয়েছিল করোনার ধাক্কায়। সিরিজে ২-১ ব্যবধানে এগিয়ে ছিল ভারত। অর্ধসমাপ্ত সিরিজের শেষ ম্যাচ খেলতে ভারতীয় দল পৌঁছে গিয়েছে ইংল্যান্ডে। কিন্তু ফের করোনার কাঁটায় বিদ্ধ সিরিজ। ভারতের তারকা অফস্পিনার আর অশ্বিনের করোনা আক্রান্ত হওয়ার খবর আগেই পাওয়া গিয়েছিল। যে কারণে তিনি দলের সঙ্গে ইংল্যান্ডে যাননি। বুধবার বিরাট কোহলির করোনা আক্রান্ত হওয়ার খবর প্রকাশ্যে এসেছে। যা নিয়ে রীতিমতো হইচই পড়ে গিয়েছে।
আরও পড়ুন: আজ প্রস্তুতি ম্যাচে নামছেন রোহিত, বিরাটরা, কীভাবে দেখবেন লাইভ অ্যাকশন?