(Source: ECI/ABP News/ABP Majha)
'ভয়ঙ্কর' সুন্দর, প্রথম কোয়ালিফায়ারে মুম্বইকে ২০ রানে হারিয়ে ফাইনালে পুণে
মুম্বই: ওয়াশিংটন সুন্দরের বিধ্বংসী স্পেলের দৌলতে আইপিএলের প্রথম কোয়ালিফায়ারে মুম্বই ইন্ডিয়ান্সকে ২০ রানে হারিয়ে আইপিএলের দশম সংস্করণের ফাইনালে পৌঁছে গেল রাইসিং পুণে সুপারজায়ান্ট।
মঙ্গলবার মুম্বইয়ের ওয়াংখেড়েতে মুখোমুখি হয় পুণে ও মুম্বই। টসে জিতে বিপক্ষকে প্রথমে ব্যাট করতে পাঠান মুম্বই অধিনায়ক রোহিত শর্মা। নির্ধারিত ২০ ওভারে চার উইকেটে ১৬২ রান তোলে পুণে। জবাবে, ১৪২ রানেই থেমে যায় মুম্বইয়ের জবাব।
এদিন প্রথম ব্যাট করতে নেমে শুরুতেই জোড়া ধাক্কা খায় পুণে। প্রথম ওভারেই শূন্য রানে ফিরে যান ওপেনার রাহুল ত্রিপাঠি। পরের ওভারেই অধিনায়ক স্টিভ স্মিথকে (১) ফিরিয়ে পুণেকে ব্যাকফুটে ঠেলে দেন লাসিথ মালিঙ্গা।
সেখান থেকে দলকে টেনে তোলার কাজ শুরু করেন অজিঙ্ক রাহানে ও মনোজ তিওয়ারি। দুই ব্যাটসম্যানই এদিন অর্ধশতক করেন। তৃতীয় উইকেটে ৮০ রান যোগ করে এই জুটি। ৫৬ রান (৪৩ বলে) করেন রাহানে। তাঁর ইনিংস সাজানো ছিল ৫টা চার ও একটি ছক্কায়।
অন্যপ্রান্ত সাবলীল ছিলেন তিওয়ারিও। তিনি করেন ৫৮ রান (৪৮ বল)। মারেন ৪টে চার ও ২টি ছক্কা। শেষ বলে রান আউট হন। রাহানে আউট হতে নামেন মহেন্দ্র সিংহ ধোনি। এদিন ফের ধোনি-ধমাকার ঝলক দেখতে পেলেন দর্শকরা। ২৬ বলে তাঁর গুরুত্বপূর্ণ ৪০ রানের দৌলতে পুণে এদিন লড়াই দেওয়ার মতো স্কোর দাঁড় করায়।
মুম্বইয়ে মারমুখী ধোনি। ছবি সৌজন্য: বিসিসিআই-আইপিএলজবাবে মুম্বইয়য়ের ইনিংসকে ভাল শুরু দেন দুই ওপেনার পার্থিব পটেল ও লেন্ডল সিমন্স। প্রথম উইকেটে ওঠে ৩৫ রান। কিন্তু, পঞ্চম ওভারে সিমন্স রান আউট হতেই পুণের সামনে যেন ফ্লাডগেট খুলে যায়। এদিন ব্যর্থ হন রোহিত শর্মা (১)। তাঁকে ফেরান বিধ্বংসী ফর্মে থাকা ওয়াশিংটন সুন্দর।
তিন বল পরই শূন্য রানে ফেরেন আরেক নির্ভরযোগ্য ব্যাটসম্যান রাহানে। বোলার সেই সুন্দর। ১০ রান পরই ফের মুম্বই শিবিরে আঘাত হানেন সুন্দর। ভয়ঙ্কর কায়রন পোলার্ডকে ৭ রানে ফিরিয়ে দিয়ে মুম্বইয়ের মিডল অর্ডারের মেরুদণ্ড শেষ করে দেন তিনি।
ব্যর্থ হন পাণ্ড্য ভাইয়েরাও। হার্দিক ও ক্রুনাল যথাক্রমে করেন ১৪ ও ১৫ রান। একা লড়াই চালানোর চেষ্টা করেন পার্থিব পটেল। ৪০ বলে ৫২ রান করেন তিনি। কিন্তু, অপর প্রান্ত থেকে কোনও সাহায্য পাননি তিনি। ফলে, ১৪২ রানেই থেমে যায় মুম্বইয়ের দৌড়।
এই জয়ের ফলে আইপিএলের দশম সংস্করণে প্রথম ফাইনালিস্ট হিসেবে নিজেদের নিশ্চিত করল স্মিথ-বাহিনী। তবে, এখনই টুর্নামেন্ট থেকে বিদায় হল না মুম্বই দলের।
আগামীকাল তৃতীয় ও চতুর্থ স্থানাধিকারী – সানরাইজার্স হায়দরাবাদ ও কলকাতা নাইট রাইডার্সের মধ্যে এলিমিনেটর খেলা। সেই খেলায় বিজয়ীর সঙ্গে দ্বিতীয় কোয়ালিফায়ারে খেলার সুযোগ পাবে মুম্বই।
এক নজরে দুই দল:
মুম্বই ইন্ডিয়ান্স – রোহিত শর্মা (অধিনায়ক), পার্থিব পটেল, লেন্ডল সিমন্স, অম্বাতি রায়ুডু, কায়রন পোলার্ড, ক্রুনাল পাণ্ড্য, হার্দিক পাণ্ড্য, কর্ণ শর্মা, জশপ্রীত বুমরাহ, লাসিথ মালিঙ্গা ও মিচেল ম্যাকক্লেনাহান।
রাইসিং পুণে সুপারজায়ান্ট – স্টিভেন স্মিথ (অধিনায়ক), অজিঙ্ক রাহানে, রাহুল ত্রিপাঠি, মহেন্দ্র সিংহ ধোনি, মনোজ তিওয়ারি, ড্যান ক্রিস্টিয়ান, ওয়াশিংটন সুন্দর, লকি ফারগুসন, অ্যাডাম জাম্পা, শার্দুল ঠাকুর ও জয়দেব উনাদকট।