এক্সপ্লোর
Advertisement
রবিনের জোড়া গোল, বেঙ্গালুরুকে হারিয়ে ফের আই লিগ জয়ের দৌড়ে ইস্টবেঙ্গল
বেঙ্গালুরু: পুরনো দলের বিরুদ্ধে ফের জ্বলে উঠলেন রবিন সিং। বারাসতে তাঁর গোলেই বেঙ্গালুরু এফসি-কে হারিয়ে দিয়েছিল ইস্টবেঙ্গল। আজ অ্যাওয়ে ম্যাচে সেই রবিনের জোড়া গোলেই ৩-১ গোলে জিতে আই লিগ জয়ের দৌড়ে অনেকটাই এগিয়ে গেল ইস্টবেঙ্গল। এদিন লাল-হলুদের অপর গোলদাতা ওয়েডসন। বেঙ্গালুরুর হয়ে ব্যবধান কমান সিকে বিনীথ। ১১ ম্যাচে ২৪ পয়েন্ট নিয়ে আই লিগের শীর্ষেই আছে ইস্টবেঙ্গল।
টানা তিন ম্যাচে জয় না আসায় এদিন প্রবল চাপ নিয়ে খেলতে নেমেছিল ট্রেভর জেমস মর্গ্যানের দল। কিন্তু অসাধারণ খেলে বেঙ্গালুরুকে বিধ্বস্ত করলেন মেহতাব, বুকেনিয়া, গুরবিন্দররা। ২৩ মিনিটে প্রথম গোল করে দলকে এগিয়ে দেন ওয়েডসন। প্রথমার্ধে আর গোল হয়নি। ৫৪ মিনিটে নিজের প্রথম এবং দলের দ্বিতীয় গোল করেন রবিন। পাঁচ মিনিট পরে ফের গোল। রবিনের এই গোলটাই সুনীল ছেত্রীদের যাবতীয় আশা শেষ করে দেয়। ৮৪ মিনিটে ব্যবধান কমান বিনীথ। তবে ততক্ষণে ম্যাচ মর্গ্যানের পকেটে এসে গিয়েছে।
ইস্টবেঙ্গলের পরের ম্যাচ ৪ মার্চ শিলং লাজংয়ের বিরুদ্ধে। সেই অ্যাওয়ে ম্যাচ থেকে তিন পয়েন্ট এলে অধরা আই লিগ জয়ের স্বপ্ন দেখতেই পারে লাল-হলুদ জনতা।
খেলার (Sports) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
জেলার
জেলার
খুঁটিনাটি
Advertisement