BCCI President: বিসিসিআই সভাপতির পদ হারাচ্ছেন সৌরভ, নতুন সভাপতি হচ্ছেন রজার বিনি?
Sourav Ganguly: সূত্রের খবর অনুযায়ী বিসিসিআইয়ের সভাপতি পদ তো যাচ্ছেই, এমনকী কোনওরকম পদেই থাকছেন না সৌরভ গঙ্গোপাধ্যায়।
মুম্বই: ভারতীয় ক্রিকেট বোর্ডে (BCCI) বড়সড় রদবদল ঘটতে চলেছে। সূত্রের খবর, বিসিসিআইয়ের কোনও পদই পাচ্ছেন না সৌরভ গঙ্গোপাধ্যায় (Sourav Ganguly)। বিজেপিতে যোগ দিলেন না বলেই কি পদচ্যুত হতে হল সৌরভকে? সৌরভ কি শিকার হলেন রাজনীতির? প্রশ্ন তুলছেন সৌরভ গঙ্গোপাধ্যায়ের ঘনিষ্ঠ মহলের একাংশ।
নতুন সভাপতি বিনি?
খবর অনুযায়ী, ১৯৮৩ সালের বিশ্বকাপজয়ী ভারতীয় দলের সদস্য রজার বিনিই (Roger Binny) বিসিসিআইয়ের নতুন সভাপতি হচ্ছেন। অবশ্য বোর্ডের সচিব থাকছেন অমিত শাহ-পুত্র জয় শাহই। মুম্বই বিজেপির সভাপতি আশিস শেলার হচ্ছে বোর্ডের কোষাধ্যক্ষ। বর্তমান কোষাধ্যক্ষ ও কেন্দ্রীয় মন্ত্রী অনুরাগ ঠাকুরের ভাই অরুণ ধুমল হচ্ছেন আইপিএল চেয়ারম্যান। বিসিসিআইয়ের সহ-সভাপতি পদে বহাল থাকছেন রাজীব শুক্ল।
নির্বাচন কবে?
খবর অনুযায়ী, বিসিসিআইয়ের শীর্ষ স্তরের আধিকারিকরা মুম্বইয়ে এক বৈঠকে বসেছিলেন। সেই বৈঠকেই আগামী বিসিসিআই নির্বাচনের গতিবিধি সম্পর্কে আলোচনা করা হয়েছে। শোনা যাচ্ছে পরের সপ্তাহে আরেকটি বৈঠকে বসবেন বিসিসিআই আধিকারিকরা। সেই বৈঠকে বিসিসিআইকে রাজ্য সংস্থাগুলি নিজেদের মতামত ব্যক্ত করবেন। ১৮ অক্টোবর, মঙ্গলবার আনুষ্ঠানিকভাবে মুম্বইয়ে বিসিসিআইয়ের নির্বাচন আয়োজিত হবে। তার আগে ১১ ও ১২ অক্টোবর বিভিন্ন পদে মনোনয়ন জমা দেবেন ইচ্ছুক প্রার্থীরা।
Mumbai | BCCI Secretary Jay Shah, and its Vice-President Rajeev Shukla leave for BCCI headquarters to file nominations for posts in the Cricket body. Maharashtra BJP MLA Ashish Shelar also present. pic.twitter.com/CqGPj0B2ta
— ANI (@ANI) October 11, 2022
ইতিমধ্যেই জয় শাহ, রাজীব শুক্ল, আশিস শেলার মুম্বইয়ে বিসিসিআইয়ে প্রধান কার্যালয়ে নিজেদের মনোনয়ন জমা দেওয়ার উদ্দেশ্যে রওনা দিয়েছেন। সকলে মনোনয়নপত্র জমা দেওয়ার পর ১৩ অক্টোবর সেই মনোনয়ন খতিয়ে দেখা হবে। ১৪ অক্টোবর পর্যন্ত মনোনয়ন ফিরিয়ে নেওয়ার সময় রয়েছে। এরপর যদি একাধিক ব্যক্তি এক পদের জন্য নিজের মনোনয়নপত্র জমা দেন, তবেই ১৮ অক্টোবর নির্বাচন হবে।
অস্ট্রেলিয়ার মাটিতে দুরন্ত রেকর্ড। ২০১৫ সালে অজিভূমে ওয়ান ডে বিশ্বকাপের অন্যতম সেরা বোলার। গত আইপিএলেও বল হাতে জ্বলে উঠেছিলেন। কিন্তু টি-টোয়েন্টি বিশ্বকাপের দলে স্ট্যান্ড বাই হিসাবে ঠাঁই হয়েছিল বাংলার পেসারের। যশপ্রীত বুমরা চোটের জন্য টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকে ছিটকে যাওয়ার পর পরিবর্ত হিসাবে ফের জোরালভাবে উঠে আসছে মহম্মদ শামির নাম। ভারতীয় ক্রিকেট বোর্ডের সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায়ও ইঙ্গিত দিলেন যে, শামিকে বিশ্বকাপের দলে অন্তর্ভুক্ত করার চেষ্টা করা হচ্ছে।
এবিপি লাইভকে দেওয়া এক্সক্লুসিভ সাক্ষাৎকারে সৌরভ বলেছেন, 'শামি বিশ্বকাপের দলে ঢোকার খুব কাছাকাছি ছিল। সেই জন্য ওকে অস্ট্রেলিয়া ও দক্ষিণ আফ্রিকা সিরিজে নেওয়াও হয়েছিল। করোনা আক্রান্ত হওয়ায় খেলতে পারেনি। তবে ও খুব কাছাকাছি ছিল। টি-টোয়েন্টি বিশ্বকাপে কোনও সুযোগ থাকলেই ওকে জাতীয় দলে নেবেন নির্বাচকেরা।'
আরও পড়ুন: টি-টোয়েন্টিতে বড় বড় বোলাররা মার খায়, ভুবনেশ্বরদের পাশে দাঁড়িয়ে বললেন সৌরভ