এক্সপ্লোর
Advertisement
একদিনের র্যাঙ্কিংয়ে পাঁচ নম্বরে রোহিত
দুবাই: শ্রীলঙ্কার বিরুদ্ধে সদ্যসমাপ্ত সিরিজের দ্বিতীয় ম্যাচে দুর্দান্ত দ্বিশতরানের সুবাদে আইসিসি একদিনের র্যাঙ্কিংয়ে দু’ধাপ উঠলেন রোহিত শর্মা। তিনি এখন পাঁচ নম্বরে। কেরিয়ারে এই প্রথম ৮০০-র বেশি পয়েন্ট পেলেন ভারতের এই ডানহাতি ব্যাটসম্যান। এখন তাঁর পয়েন্ট ৮২৫। এর আগে গত বছরের ফেব্রুয়ারিতে আইসিসি র্যাঙ্কিংয়ে তিন নম্বরে উঠে গিয়েছিলেন রোহিত। সেটাই এখনও পর্যন্ত তাঁর কেরিয়ারের সেরা র্যাঙ্কিং। তবে এবারই সবচেয়ে বেশি পয়েন্ট পেলেন তিনি।
ভারতের অ্যান্য ব্যাটসম্যানদের মধ্যে শিখর ধবন একধাপ উঠে আছেন ১৪ নম্বরে। যথারীতি শীর্ষে অধিনায়ক বিরাট কোহলি। তাঁর পয়েন্ট ৮৭৬। দ্বিতীয় স্থানে থাকা এবি ডিভিলিয়ার্সের পয়েন্ট ৮৭২।
ভারতের বোলারদের মধ্যে লেগস্পিনার যুজবেন্দ্র চাহল ২৩ ধাপ উঠে এখন ২৮ নম্বরে। চায়নাম্যান কুলদীপ যাদব ১৬ ধাপ উঠে ৫৬ নম্বরে। অলরাউন্ডার হার্দিক পাণ্ড্য ১০ ধাপ উঠে ৪৫ নম্বরে।
দলগত র্যাঙ্কিংয়ে কোনও বদল হয়নি। ১২১ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে দক্ষিণ আফ্রিকা। দ্বিতীয় স্থানে থাকা ভারতের পয়েন্ট ১১৯। শ্রীলঙ্কার বিরুদ্ধে এই সিরিজে ৩-০ ফলে জিততে পারলে এক নম্বরে চলে যেত ভারত। কিন্তু প্রথম ম্যাচেই হেরে সেই সুযোগ হারান রোহিতরা।
খেলার (Sports) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
খুঁটিনাটি
খুঁটিনাটি
জেলার
Advertisement