এক্সপ্লোর
Advertisement
প্রথম দ্বিশতরানে রোহিত ছুঁলেন সচিন, সহবাগ, গেইলকে, শতরান রাহানেরও, রাঁচিতে চালকের আসনে ভারত
ব্যাট করতে নেমে দুই ওপেনারকে হারিয়ে প্রবল সঙ্কটে দক্ষিণ আফ্রিকা।
রাঁচি: ৩৯ রানে ৩ উইকেট। ১০ রানে ফিরে গিয়েছেন ময়াঙ্ক আগরবাল। খাতা না খুলেই প্যাভিলিয়নে যেতে চয়েছে চেতেশ্বর পূজারাকে। ১২ রানে ফিরতে হয়েছে অধিনায়ক বিরাট কোহলিকেও। ব্যাটিং বিপর্যয়ে শুরু থেকেই কোণঠাসা ভারত। এমন পরিস্থিতি সহ-অধিনায়ক অজিঙ্কা রাহানেকে নিয়ে হাল ধরলেন ম্যান ইন ফর্ম রোহিত শর্মা। বিশাখাপত্তনমের ঝলক রাঁচিতে। টেস্ট ওপেনার হিসেবে প্রথম ম্যাচের দুই ইনিংসে শতরান। এই নজিরের সঙ্গে রবিবার রাঁচিতে বিশ্বের চতুর্থ ক্রিকেটার হিসেবে ওয়ান ডে এবং টেস্টে দ্বিশতরান করার নজির গড়লেন রোহিত।
সচিন তেন্ডুলকর, বীরেন্দ্র সহবাগ এবং ক্রিস গেইলের পর রোহিতই চতুর্থ ক্রিকেটার যিনি টেস্ট ও ওয়ান ডে দুই ধরনের ক্রিকেটেই দ্বিশতরান করলেন। এই সিরিজে তৃতীয় ভারতীয় ব্যাটসম্যান হিসেবেও দ্বিশতরান রোহিতের। ময়াঙ্ক, বিরাটের পর ডাবল মুম্বইকরের।
চলতি সিরিজেই এই নিয়ে তিনটি শতরান হয়ে গেল রোহিতের। তার মধ্যে একটি দ্বিশতরান। তাঁর সঙ্গেই নিজের টেস্ট কেরিয়ারের ১১তম শতরান পেয়ে গেলেন অজিঙ্কাও। ২৫৫ বলে ২১২ রানের ইনিংস খেলেন রোহিত। অন্যদিকে ১৯২ বলে ১১৫ রানের ইনিংস খেলেন রাহানে।
ব্যাটিংয়ে অবদান রেখে গেলেন রবীন্দ্র জাদেজাও। এদিন ৫১ রানের ইনিংস আসে এই বাঁ হাতি অলরাউন্ডারের ব্যাট থেকে। ১০ বলে ৩১ রানের ঝোড়ো ইনিংস খেলেন উমেশ। ৫টি ছয় মেরেই ৩০ রান করেন এই বোলার। সবমিলিয়ে দ্বিতীয় দিনে ৯ উইকেট খুইয়ে ৪৯৭ রানে ইনিংস ডিক্লিয়ার করে ভারত। জবাবে ব্যাট করতে নেমে দুই ওপেনারকে হারিয়ে প্রবল সঙ্কটে দক্ষিণ আফ্রিকা। পর্যাপ্ত পরিমাণ আলোর অভাবে খেলা আজকের মতো বন্ধ।
খেলার (Sports) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
লাইফস্টাইল-এর
জেলার
ব্যবসা-বাণিজ্যের
Advertisement