এক্সপ্লোর
একদিনের র্যাঙ্কিংয়ের শীর্ষেই বিরাট, দু’নম্বরে রোহিত

দুবাই: আইসিসি একদিনের র্যাঙ্কিংয়ে ব্যাটসম্যানদের তালিকার প্রথম দু’টি স্থানে দুই ভারতীয়। এশিয়া কাপে না খেললেও, ৮৮৪ রেটিং নিয়ে শীর্ষস্থান ধরে রেখেছেন বিরাট কোহলি। দ্বিতীয় স্থানে উঠে এসেছেন রোহিত শর্মা। তিনি দু’ধাপ উন্নতি করেছেন। এই নিয়ে দ্বিতীয় একদিনের র্যাঙ্কিংয়ের দ্বিতীয় স্থানে উঠে এলেন রোহিত। এটাই তাঁর সেরা র্যাঙ্কিং। এশিয়া কাপে ৩৪২ রান করা শিখর ধবন চার ধাপ উন্নতি করে এখন পাঁচ নম্বরে। বোলারদের মধ্যে শীর্ষেই আছেন জসপ্রীত বুমরাহ। তাঁর রেটিং ৭৯৭। তিন ধাপ উন্নতি করে তিন নম্বরে উঠে এসেছেন কুলদীপ যাদব। যুজবেন্দ্র চাহল অবশ্য দু’ধাপ নেমে গিয়েছেন। তিনি এখন ১১ নম্বরে।
খেলার (Sports) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও পড়ুন






















