এক্সপ্লোর
Advertisement
'ঝগড়া কোরো না, টিম ইন্ডিয়া একটাই দল' কোলাপুরে ভক্তদের বিবাদের ঘটনায় বার্তা সহবাগের
সম্প্রতি কোলাপুরের কুরুন্ডবাদে ধোনির অবসর অন্যদিকে রোহিত শর্মার খেলরত্ন জয়ের পোস্টার লাগানো নিয়ে দুই ভক্তদলের মধ্যে রীতিমতো খণ্ডযুদ্ধের অভিযোগ উঠল।
নয়াদিল্লি: নীল জার্সিতে টিম ইন্ডিয়ায় সাফল্যে আনন্দে মেতে উঠতেই অভ্যস্ত ছিল ভারতীয়রা। মহেন্দ্র সিং ধোনি থেকে বিরাট কোহলি, রোহিত শর্মা, গোটা দলের জয়কেই উদযাপন করবার রীতি ছিল। কিন্তু কোনও সেই ধারায় বদল এনেছে আইপিএল। ভারতীয় দলের মহারথীরা বিভিন্ন টিমের হয়ে খেলার কারণে এখন একজন ক্রিকেটারের জন্যই বিভিন্ন দলকে সমর্থন করেন ভক্তরা।
সম্প্রতি কোলাপুরের কুরুন্ডবাদে রোহিত শর্মা ও মহেন্দ্র সিং ধোনির ভক্তদের সমর্থন কেবল ক্রিকেটেই থেকে থাকল না। ধোনির অবসর অন্যদিকে রোহিত শর্মার খেলরত্ন জয়ের পোস্টার লাগানো নিয়ে দুই ভক্তদলের মধ্যে রীতিমতো খণ্ডযুদ্ধের অভিযোগ উঠল। রোহিত শর্মা ও মহেন্দ্র সিং ধোনিকে অভিনন্দন জানিয়ে রাস্তার ধারে ২টি পোস্টার লাগানো হয়েছিল। একটি পোস্টার নষ্ট করে দেওয়া নিয়েই বিবাদ বাধে। দুটি দল একে অপরের ওপর চড়াও হয়ে মারামারি করে বলে অভিযোগ।
ঘটনার কথা সামনে আসতেই ট্যুইটারে সরব হন প্রাক্তন ক্রিকেটার বীরেন্দ্র সহবাগ। খবরটিকে রিট্যুইট করে তিনি লেখেন,' কী পাগলামি করছো! ক্রিকেটারদের মধ্যে যেমন বন্ধুত্ব থাকে আবার অনেকসময় তাঁরা কেবল কাজের প্রয়োজনেই কথা বলেন। কিন্তু কিছু ভক্তের এমন পাগলামি করা অর্থহীন। ঝগড়া কোরো না। কোনও বিশেষ ক্রিকেটারকে নয়, ভারতীয় দলকে ভালোবাসো, তাদের এক দল হিসাবে মনে করো।'
খেলার (Sports) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
জেলার
খবর
ব্যবসা-বাণিজ্যের
Advertisement