Cristiano Ronaldo: রোনাল্ডোর ডায়েট রুটিন তৈরি করেন নাসার বিজ্ঞানীরা? অবাক করা তথ্য দিলেন রামিজ রাজা
Ramiz Raza On Cristiano Ronaldo: তাঁর জীবনযাত্রা, তাঁর খাওয়া দাওয়া, তাঁর স্টাইল স্টেটমেন্ট সবকিছুই আলোচনার কেন্দ্রবিন্দু। বয়স ৩৯ ছোঁয়ার মুখে। কতদিন আর খেলবেন জানা নেই।
করাচি: বিশ্বফুটবলের অন্যতম মহাতারকা। আন্তর্জাতিক ফুটবলে সর্বাধিক গোলের মালিক। তাঁর মত হতে চান অনেকে। তাঁর জীবনযাত্রা, তাঁর খাওয়া দাওয়া, তাঁর স্টাইল স্টেটমেন্ট সবকিছুই আলোচনার কেন্দ্রবিন্দু। বয়স ৩৯ ছোঁয়ার মুখে। কতদিন আর খেলবেন জানা নেই, তবে এখনও তাঁকে নিয়ে কৌতূহলের অন্ত নেই। এবার সেই কৌতূহল যেন আরও বাড়িয়ে দিলেন রামিজ রাজা। সম্প্রতি পাকিস্তানের একটি টিভি শোয়ে এক সাক্ষাৎকারে প্রাক্তন পিসিবি চেয়ারম্যান জানিয়েছেন যে, রোনাল্ডোর ডায়েট রুটিন নাকি নাসার বিজ্ঞানীরা তৈর করেন।
এক সাক্ষাৎকারে রামিজ রাজা বলেন, ''ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর খাওয়া দাওয়া, ওর ডায়েট যে চার্ট তা নাসার বিজ্ঞানীরা বানিয়ে থাকেন। ওর শরীর তাই এত ফিট। খাওয়া দাওয়া ভীষণ নিয়মমাফিক করে থাকেন তিনি।''
উল্লেখ্য, পাঁচবারের ব্যাঁল ডি অর জয়ী রোনাল্ডো চলতি বছরই সৌদি আরবের ক্লাব আল নাসেরে যোগ দিয়েছেন। মোট ৪২ ম্যাচ খেলে সৌদির ক্লাবটির হয়ে ৩৬ গোল করেছেন। এছাড়াও চলতি সৌদি প্রো লিগে ৩৮ পেরোন এই ফুটবলার ১২ ম্যাচ খেলে মোট ১৩ গোল করেছেন। পর্তুগাল মহাতারকা ক্রিশ্চিয়ানো রোনাল্ডোকে মতান্তরে সর্বকালের সেরা ফুটবলার হিসাবে গণ্য করা হয়। ২০১৬ সালে ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর নেতৃত্বেই পর্তুগাল উয়েফা ইউরোর খেতাব নিজেদের ঘরে এনেছিল।
View this post on Instagram
আন্তর্জাতিক ফুটবলে ক্রিশ্চিয়ানো রোনাল্ডো সবচেয়ে বেশি ম্যাচ জাতীয় দলের হয়ে খেলেছেন। তিনি পর্তুগালের হয়ে এখনও পর্যন্ত ২০৩টি ম্যাচ খেলেছেন, যা রেকর্ড। রোনাল্ডোর গোল করার দক্ষতা নিয়ে কোনওদিনও কোন প্রশ্ন উঠতে পারে না। তিনিই প্রথম ফুটবলার হিসাবে ক্লাব ও দেশ মিলিয়ে সর্বোচ্চ স্তরে ৮০০টি গোল করেছেন। রোনাল্ডো মহাদেশের সেরা ক্লাব টুর্নামেন্টে মোট ১৮৩টি ম্যাচ খেলেছেন। এটিও সর্বকালীন রেকর্ড। ক্রিশ্চিয়ানো রোনাল্ডোকে 'মিস্টার চ্যাম্পিয়ন্স লিগ' বলেও ডাকা হয়ে থাকে। মাত্র ১৮ বছর বয়সে তিনি ম্যান ইউনাইটেডের হয়ে চ্যাম্পিয়ন্স লিগ অভিষেক ঘটান।