এক্সপ্লোর
Advertisement
IPL Final Score, RR vs CSK: শেষ ওভারে তিনটি ছক্কা ধোনির, ১৬ রানে জয় রাজস্থানের
চলতি আইপিএল-এ আজই শারজায় প্রথম ম্যাচ।
LIVE
Background
শারজা: প্রথম ম্যাচের মতোই আজও টসে জিতে প্রথমে ফিল্ডিং করার সিদ্ধান্ত নিলেন চেন্নাই সুপার কিংসের অধিনায়ক মহেন্দ্র সিংহ ধোনি। ফলে শারজায় প্রথমে ব্যাটিং করছে রাজস্থান রয়্যালস। এই ম্যাচে রাজস্থানের হয়ে প্রথমবার খেলছেন রবিন উথাপ্পা, টম কারান, যশস্বী জয়সোয়াল। অন্যদিকে, চেন্নাই দলে একটি বদল হয়েছে। প্রথম ম্যাচে মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে দুরন্ত পারফরম্যান্স দেখানো অম্বাতি রায়াডু আজ খেলছেন না। তাঁর বদলে দলে এসেছেন রুতুরাজ গায়কোয়াড়। ধোনি জানিয়েছেন, রায়াডু ১০০ শতাংশ ফিট নন। সেই কারণেই তাঁকে দলে রাখা হয়নি।
23:34 PM (IST) • 22 Sep 2020
রাজস্থানের হয়ে দুর্দান্ত ব্যাটিং করেন সঞ্জু স্যামসন (৩২ বলে ৭৪) ও স্টিভ স্মিথ (৪৭ বলে ৬৯)। শেষ ওভারে চারটি ছক্কা মারেন জোফরা আর্চার। তিনি করেন ৮ বলে ২৭ রান। তার ফলেই বড় স্কোর করতে পারে রাজস্থান। চেন্নাইয়ের হয়ে ৩৭ বলে ৭২ রানের ঝোড়ো ইনিংস খেলেন ফাফ দু প্লেসি। শেষ ওভারে তিনটি ছক্কা মারেন অধিনায়ক মহেন্দ্র সিংহ ধোনি। তিনি ১৭ বলে ২৯ রান করে অপরাজিত থাকেন।
23:29 PM (IST) • 22 Sep 2020
প্রথম ম্যাচে মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে জয় পেলেও, দ্বিতীয় ম্যাচে রাজস্থান রয়্যালসের কাছে ১৬ রানে হেরে গেল চেন্নাই সুপার কিংস। প্রথমে ব্যাটিং করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেটে ২১৬ রান করে রাজস্থান। জবাবে ৬ উইকেটে ২০০ রান করেই থেমে গেল চেন্নাই।
23:25 PM (IST) • 22 Sep 2020
2nd Innings, Chennai Super Kings: ২০ ওভারের শেষে চেন্নাই সুপার কিংসের স্কোর ২০০/৬। ১৬ রানে জয় রাজস্থান রয়্যালসের। শেষ ওভারে তিনটি ছক্কা মারলেন ধোনি। তবে সেটা দলকে জেতানোর জন্য যথেষ্ট ছিল না।
23:19 PM (IST) • 22 Sep 2020
2nd Innings, Chennai Super Kings: ১৯ ওভারের শেষে চেন্নাই সুপার কিংসের স্কোর ১৭৯/৬। জয়ের জন্য দরকার ৬ বলে ৩৮ রান।
23:14 PM (IST) • 22 Sep 2020
2nd Innings, Chennai Super Kings: ১৮ ওভারের শেষে চেন্নাই সুপার কিংসের স্কোর ১৬৯/৫। জয়ের জন্য দরকার ১২ বলে ৪৮ রান।
Load More
বাংলার সব ব্রেকিং খবর সবার আগে দেখুন এবিপি আনন্দে। বিনোদন, খেলা, করোনা ভ্য়াকসিন সহ অন্যান্য পছন্দের খবরের আপডেট পেতে পড়ুন বাংলার নির্ভরযোগ্য খবরের ওয়েবসাইট, এবিপি আনন্দ। অন্যান্য সম্পর্কিত খবরের জন্য ফলো করুন : এবিপি আনন্দ
New Update
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
খবর
খবর
আন্তর্জাতিক
Advertisement