এক্সপ্লোর
Advertisement
দেখুন: ইরফান পাঠানের ছেলে সঙ্গে মজায় মাতলেন, 'বক্সিং'-ও খেলতে হল সচিনকে
প্রাক্তন ভারতীয় ক্রিকেটার ইরফান পাঠানের ছেলে ইমরানের সঙ্গে খেলায় মেতে উঠলেন সচিন তেন্ডুলকর। কেরিয়ারে বাঘা বাঘা বোলারদের মোকাবিলা করেছেন ভারতীয় দলের প্রাক্তন ব্যাটিং স্তম্ভ। সেই সচিনকে ইরফানের ছেলের সঙ্গে মজাদার খেলায় মেতে উঠতে দেখা গেল।
মুম্বই: প্রাক্তন ভারতীয় ক্রিকেটার ইরফান পাঠানের ছেলে ইমরানের সঙ্গে খেলায় মেতে উঠলেন সচিন তেন্ডুলকর। কেরিয়ারে বাঘা বাঘা বোলারদের মোকাবিলা করেছেন ভারতীয় দলের প্রাক্তন ব্যাটিং স্তম্ভ। সেই সচিনকে ইরফানের ছেলের সঙ্গে মজাদার খেলায় মেতে উঠতে দেখা গেল। ইরফান এর একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছেন। এই ভিডিও শেয়ার করে সচিন লিখেছেন, 'বাচ্চাদের সঙ্গে এভাবে মেতে উঠতে খুব ভালো লাগে। ইমরান, তোমার পেশী একদিন আমার ও তোমার বাবার চেয়ে বেশি বড় ও শক্তিশালী হবে'।
ভিডিও শেয়ার করে ইরফান মজার ছলে লিখেছেন যে,' ইমরান বুঝতে পারছে না ও কী করল। বড় হয়ে বুঝতে পারবে'।
বর্তমানে সচিন ও ইরফান রোড সেফটি ওয়ার্ল্ড সিরিজে অংশ নিয়েছেন। পাঁচ দেশের এই টি ২০ টুর্নামেন্টে ভারত, অস্ট্রেলিয়া, শ্রীলঙ্কা, ওয়েস্ট ইন্ডিজ ও দক্ষিণ আফ্রিকার অতীতের বেশ কিছু তারকা ক্রিকেটাররা অংশ নিয়েছেন। পথ নিরাপত্তা সম্পর্কে সচেতনতা গড়ে তোলা ও রাস্তায় লোকজনের আচরণ বদলের লক্ষ্যেই এই সিরিজ।Always fun hanging out with little kids. Your muscles will one day definitely be bigger and stronger than mine and your father’s, Imran. 😀 @IrfanPathan https://t.co/ZQvizqyXzv
— Sachin Tendulkar (@sachin_rt) March 8, 2020
খেলার (Sports) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
জেলার
খবর
জেলার
Advertisement