Sachin On Virat: "আশা করি কিছুদিনের মধ্যেই ৪৯ থেকে ৫০-এ পৌঁছবে তুমি", 'কিং'কে শুভেচ্ছা মাস্টারের
ICC World Cup 2023: দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ওয়ান ডে কেরিয়ারের ৪৯ তম শতরান হাঁকিয়েছেন বিরাট কোহলি। সচিনকে ছুঁয়ে ওয়ান ডে ফর্ম্য়াটে বিশ্বের সর্বাধিক শতরানের মালিক কিং কোহলি।
মুম্বই: তিনিই ছিলেন ওয়ান ডে (One Day Cricket) ক্রিকেটে সর্বাধিক সেঞ্চুরির মালিক। এদিন তাঁর শিষ্য ছাপিয়ে গেলেন তাঁকে। সচিন তেন্ডুলকরের (Sachin Tendulkar) ওয়ান ডে ফর্ম্যাটে ৪৯ তম সেঞ্চুরির রেকর্ডে থাবা বসালেন বিরাট (Virat Kohli)। আর এই বিশেষ দিনে মাস্টার ব্লাস্টারের শুভেচ্ছা কিং কোহলিকে। নিজের সোশ্যাল মিডিয়ায় সচিন লিখেছেন, ''দুর্দান্ত খেলেছ বিরাট। ৪৯ থেকে ৫০ বছরে পৌঁছতে আমার ৩৬৫ দিন সময় লেগেছিল। আমি আশা করি তুমি ৪৯ থেকে ৫০ এ পৌঁছতে পারবে কিছুদিনের মধ্যেই। অনেক শুভেচ্ছা।''
View this post on Instagram
ক্রিকেটের নন্দনকানন এই বিশেষ মুহূর্তের জন্য প্রস্তুতি নিয়েছিল অনেকদিন আগে থেকেই। তিনি কাউকে হতাশ করলেন না। ইডেনের গ্যালারির দর্শকদের বিরাট...বিরাট...শব্দব্রহ্ম বাড়িয়ে দিয়ে নিজের ওয়ান ডে কেরিয়ারের ৪৯ তম সেঞ্চুরি হাঁকিয়ে ফেললেন বিরাট কোহলি (Virat Kohli)। ছুঁলেন সচিন তেন্ডুলকরকে (Sachin Tendulkar)। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে বিশ্বকাপের মঞ্চে ১০টি বাউন্ডারির সাহায্যে ১২১ বলে ১০১ রানের ইনিংস খেললেন প্রাক্তন ভারত অধিনায়ক। সোশ্য়াল মিডিয়ায় প্রাক্তন ক্রিকেটারদের শুভেচ্ছা বন্যাও শুরু হয়ে গিয়েছে। বাংলার প্রাক্তন অধিনায়ক মনােজ তিওয়ারি যেমন বিরাটকে কিংবদন্তি আখ্যা দিয়েছেন। তিনি নিজের সোশ্যাল মিডিয়ায় লিখেছেন, ''কিংবদন্তিরা জানে কীভাবে নিজেদের স্ক্রিপ্ট লিখতে হয়। ইডেনের থেকে ভাল মাঠ, ভাল মুহূর্তে ৪৯ তম সেঞ্চুরি করার জন্য আর কিছু হতে পারত না। মাস্টার তোমাকে অভিনন্দন।''
বিরাটের ইনিংসের শুভেচ্ছা জানিয়েছেন পাকিস্তানের প্রাক্তন পেসার মহম্মদ আমিরও। তিনি লিখেছেন, ''জন্মদিন আর সেঞ্চুরি একসঙ্গে। সত্যিই আসাধারণ ইনিংস। দুর্দান্ত দিন তোমার। উপভোগ করো দিনটি।''
birthday or hundred 💯 ek sath. Well done @imVkohli brother great inning. enjoy ur day may Allah bless you always. pic.twitter.com/CLwG9HDeic
— Mohammad Amir (@iamamirofficial) November 5, 2023
এদিন ইডেনে শুরু থেকে কিছুটা থিতু হওয়ার চেষ্টা করছিলেন কিং কোহলি। ভারতীয় ইনিংস শেষ হওয়ার পর কোহলি বলেছেন, 'এই পিচে ব্যাট করা সহজ নয়। রোহিত আর শুভমন আমাদের শুরুটা দারুণ করে দেয়। আমার কাজ ছিল শুধু সেই ছন্দ ধরে রাখা। ১০ ওভারের পর থেকেই বল ঘুরতে শুরু করেছিল। বল পড়ে মন্থর গতিতে আসছিল। আমার লক্ষ্য ছিল যতক্ষণ সম্ভব ব্যাটিং করে যাওয়া। পার্টনারশিপ তৈরি করা। দল থেকেও সেই বার্তা আমাকে পাঠানো হয়েছিল। শ্রেয়স দারুণ ব্যাট করেছে আর শেষের দিকে কিছু রান বাড়তি পেয়েছি।'