এক্সপ্লোর
Advertisement
নিউজিল্যান্ডের বিরুদ্ধে টেস্ট সিরিজের আগে ঋদ্ধিমানকে রঞ্জি খেলতে নিষেধ করল ভারতীয় বোর্ড
ক্রিকেটারদের চোট নিয়ে বেশ বিব্রত টিম ম্যানেজমেন্ট। হার্দিক পাণ্ড্য-ভুবনেশ্বর কুমাররা চোটের জন্য মাঠের বাইরে। ছিটকে গিয়েছেন চোট সারিয়ে সদ্য ফিরেছেন যশপ্রীত বুমরাহ। রঞ্জি ট্রফির ম্যাচ খেলতে গিয়েই গোড়ালি মচকেছে ইশান্ত শর্মার। এই পরিস্থিতিতে ঋদ্ধিকে নিয়ে কোনও ঝুঁকি নিতে চাইছে না ভারতীয় টিম ম্যানেজমেন্ট।
কলকাতা: বাংলাদেশের বিরুদ্ধে টেস্ট ম্যাচে আঙুলে চিড় ধরেছিল। তারপর থেকে রিহ্যাবিলিটেশন চলছে ঋদ্ধিমান সাহার। সামনেই নিউজিল্যান্ডের বিরুদ্ধে টেস্ট সিরিজ। তার আগে বঙ্গ উইকেটকিপারকে পুরোপুরি সুস্থ অবস্থায় পেতে চাইছে টিম ইন্ডিয়া। তাই বাংলার হয়ে রঞ্জি ট্রফির ম্যাচে খেলতে নিষেধ করা হল ঋদ্ধিমানকে।
রঞ্জি ট্রফিতে বাংলার পরের প্রতিপক্ষ দিল্লি। রবিবার থেকে ম্যাচ। প্রথমে মনে করা হচ্ছিল যে, নিউজিল্যান্ডের বিরুদ্ধে টেস্ট সিরিজের আগে ম্যাচ ফিটনেস পেতে দিল্লির বিরুদ্ধে খেলবেন ঋদ্ধি। তবে বাংলার কোচ অরুণ লাল বলেছেন, ‘দিল্লির বিরুদ্ধে ঋদ্ধিকে পাওয়া যাবে না। আমার ধারনা বোর্ড থেকে ওকে বারণ করেছে। ওকে পেলে দারুণ হতো। ’
ক্রিকেটারদের চোট নিয়ে বেশ বিব্রত টিম ম্যানেজমেন্ট। হার্দিক পাণ্ড্য-ভুবনেশ্বর কুমাররা চোটের জন্য মাঠের বাইরে। ছিটকে গিয়েছেন চোট সারিয়ে সদ্য ফিরেছেন যশপ্রীত বুমরাহ। রঞ্জি ট্রফির ম্যাচ খেলতে গিয়েই গোড়ালি মচকেছে ইশান্ত শর্মার। এই পরিস্থিতিতে ঋদ্ধিকে নিয়ে কোনও ঝুঁকি নিতে চাইছে না ভারতীয় টিম ম্যানেজমেন্ট।
খেলার (Sports) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
আজ ফোকাস-এ
জেলার
জেলার
Advertisement