Sanjay Manjrekar On Harshal: পাটা পিচে হর্ষলের কার্যকারিতা নিয়ে সন্দিহান ভারতীয় প্রাক্তনী
Harshal Patel: চোট সারিয়ে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে প্রথম টি-টোয়েন্টি ম্যাচেই জাতীয় দলে ফিরেছিলেন হর্ষল। নির্ধারিত চার ওভারে ৪৯ রান খরচ করেন তিনি।
নয়াদিল্লি: চোটের জেরে তিন মাস মতো মাঠের বাইরে থাকার পর মঙ্গলবার অস্ট্রেলিয়ার বিরুদ্ধে প্রথম টি-টোয়েন্টি ম্যাচেই জাতীয় দলে (Indian Cricket Team) প্রত্য়াবর্তন ঘটিয়েছেন হর্ষল পটেল (Harshal Patel)। তবে এতদিন পরে ভারতীয় দলে তাঁর প্রত্যাবর্তনটাল খুব একটা সুখকর হয়নি। নির্ধারিত চার ওভারে হর্ষল ৪৯ রান খরচ করেন। ২০৮ রান করেও ভারতীয় দল ম্যাচ জিততে পারেনি।
হর্ষলের কার্যকারিতা নিয়ে সন্দেহ
এরপরেই হর্ষলের বোলিং নিয়ে সমালোচনার ঝড় উঠেছে। এশিয়া কাপ হোক বা গত বারের বিশ্বকাপ, 'ডেথ বোলিং' বারবারই ভারতীয় দলকে হালে সমস্যায় ফেলেছে। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সিরিজের প্রথম ম্যাচেও তার অন্যথা হল না। হর্ষল ১৮তম ওভার বল করতে এসে মোট ২২ রান খরচ করেন। এরপরেই সমর্থকদের মতো বিশেষজ্ঞরা হর্ষলের বোলিং নিয়ে প্রশ্ন তোলেন। সাম্প্রতিক এক সাক্ষাৎকারে প্রাক্তন ভারতীয় তারকা সঞ্জয় মঞ্জরেকর (Sanjay Manjrekar) বলেন, 'হর্ষলকে আমরা বহুদিন ধরেই দেখছি। ও মন্থর গতির পিচে বেশ ভাল বল করে। ওই ধরনের পিচে ওর মন্থর গতির বল ভীষণই কার্যকরী হয়ে এবং ব্যাটাররা সহজে সেই বল খেলতেও পারে না।'
সদ্যই চোট সারিয়ে ফিরলেও, হর্ষলকে কিন্তু ভারতীয় দলের বিশ্বকাপ স্কোয়াডেও রাখা হয়েছে। তবে পরের মাসের বিশ্বকাপে অস্ট্রেলিয়ার পাটা পিচে হর্ষলের মন্থর গতির বল এবং হর্ষল, কতটা কার্যকারী হবেন, সেই নিয়েও মঞ্জরেকরের মনে যথেষ্ট সন্দেহ রয়েছে। 'গত ম্যাচে ওর মন্থর গতির বলগুলি ১২০ কিমির আশেপাশে ছিল। গতির খুব একটা বেশি তারতম্য কিন্তু দেখা যায়নি। সুতরাং, পাটা, বাউন্স সহায়ক পিচে হর্ষলের বোলিংটা চিন্তারই বিষয়। অস্ট্রেলিয়ায় এমনই পিচ দেখা যাবে। ভারতীয় টিম ম্য়ানেজমেন্টকে এই বিষয়টি নিয়ে ভাবনাচিন্তা করতেই হবে।' বলেন ভারতীয় প্রাক্তনী।
ইন্ডোরে অনুশীলন
গতকালই মোহালি ছেড়ে নাগপুরে পৌঁছে গিয়েছে ভারতীয় দল। ভারতীয় বোর্ডের তরফে জাতীয় দলের নাগপুর পৌঁছনোর ভিডিও পোস্ট করা হয়। কাল পৌঁছনোর পর আজ ম্যাচের আগের দিন হিসেবমতো জোরকদমে অনুশীলনে নেমে যাওয়ার কথা ভারতীয় দলের। তবে এমনটা সম্ভব হয়নি। বৃষ্টির জেরে বাতিলই করতে হল ভারতীয় দলের অনুশীলন। মাঠে অনুশীলনের বদলে টিম ইন্ডিয়াকে ইন্ডোরেই নিজেদের অনুশীলন সারতে হবে। ইন্ডোরে অনুশীলনের পাশাপাশি ভারতীয় খেলোয়াড়রা জিমেও কিছুটা সময় কাটাবেন।
আরও পড়ুন: ২০২৩ সালের আইপিএলে ঘটতে চলেছে বড় বদল, নিশ্চিত করলেন বোর্ড সভাপতি সৌরভ