এক্সপ্লোর
Advertisement
(Source: ECI/ABP News/ABP Majha)
অস্ট্রেলিয়ার বিরুদ্ধে প্রথম দুই টেস্টের জন্য ভারতীয় দল অপরিবর্তিত, নেই সামি
মুম্বই: অস্ট্রেলিয়ার আসন্ন চার ম্যাচের সিরিজে বিরুদ্ধে প্রথম দুটি টেস্ট ম্যাচের জন্য ভারতীয় দলে কোনও পরিবর্তন করলেন না জাতীয় নির্বাচকরা। বাংলাদেশের বিরুদ্ধে হায়দরাবাদে যে দল রাখা হয়েছিল ঠিক সেই দলই ধরে রাখা হয়েছে।বাংলাদেশের বিরুদ্ধে টেস্ট দল থেকে চোটের কারণেই বাদ পড়েন স্পিনার অমিত মিশ্র। চোট না সারায় তাঁকে বাইরে রেখেই স্টিভেন স্মিথদের বিরুদ্ধে দল গড়া হল। তাঁর কভার হিসেবে নির্বাচকরা রাখলেন কুলদীপ যাদবকে। ১৬ সদস্যের দলে যাদবকে রেখেছেন এসএসকে প্রসাদের নেতৃত্বাধীন নির্বাচক কমিটি।
অস্ট্রেলিয়ার বিরুদ্ধে প্রথম দুটি ম্যাচের দলে রাখা হল না মহম্মদ সামিকেও। হাঁটুর অস্ত্রোপচারের পর চোট সারিয়ে দলের সঙ্গে ফেরার প্রস্তুতি শুরু করেছিলেন তিনি।কিন্তু বাবার মৃত্যুর পর বাড়িতে ফিরে যান তিনি।
অস্ট্রেলিয়ার বিরুদ্ধে প্রথম দুটি টেস্ট ম্যাচ খেলা হবে পুণে (২৩ থেকে ২৭ ফেব্রুয়ারি) ও বেঙ্গলুরুতে (৪-৮ মার্চ)।
অস্ট্রেলিয়ার বিরুদ্ধে প্রথম দুটি টেস্টের ভারতীয় দল- বিরাট কোহলি (অধিনায়ক), মুরলী বিজয়, কে এল রাহুল, চেতেশ্বর পূজারা, আজিঙ্কা রাহানে, ঋদ্ধিমান সাহা, আর অশ্বিন, আর জাদেজা, ইশান্ত শর্মা, ভুবনেশ্বর কুমার, উমেশ যাদব, করুণ নায়ার, জয়ন্ত যাদব, কুলদীপ যাদব, অভিনব মুকুন্দ, হার্দিক পান্ড্য।
খেলার (Sports) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
জেলার
ব্যবসা-বাণিজ্যের
জেলার
Advertisement