এক্সপ্লোর
Advertisement
সপ্তমবার উইম্বলডন চ্যাম্পিয়ন সেরেনা, ছুঁলেন ২২টি গ্র্যান্ড স্লাম জয়ের রেকর্ড
লন্ডন: উইম্বলডন চ্যাম্পিয়ন সেরেনা উইলিয়ামস৷ ফাইনালে স্ট্রেট সেটে হারালেন অ্যাঞ্জেলিক কের্বারকে৷ কেরিয়ারে সপ্তম উইম্বলডন খেতাব৷ ছুঁলেন স্টেফি গ্রাফের ২২টি গ্র্যান্ড স্লাম জয়ের রেকর্ড৷
স্বপ্ন৷ ইতিহাস৷ সেই স্বপ্নের পিছনে ছুটে বেড়ানো, সারাজীবন৷ স্বপ্ন ছোঁওয়া অবশেষে৷ রোদ্দুর মাখা সেন্টার কোর্টে স্টেফিরই দেশের মেয়েকে হারিয়ে স্টেফি গ্রাফের রেকর্ড ছুঁলেন সেরেনা উইলিয়ামস৷ সপ্তম উইম্বলডন খেতাব৷ ২২ টি গ্র্যান্ড স্ল্যাম৷ ওপেন এরায় সর্বোচ্চ সংখ্যক গ্র্যান্ড স্ল্যাম জয়ের রেকর্ড৷
ফাইনালে অ্যাঞ্জেলিক কের্বারকে স্ট্রেট সেটে হারালেন বিশ্বের এক নম্বর টেনিস নক্ষত্র৷ জিতলেন ৭-৫, ৬-৩ সেটে৷ ৮১ মিনিটের লড়াই৷ প্রথম থেকে সেরেনার সার্ভিসে চেনা শক্তি৷ নিখুঁত খেলা৷ পাওয়ার টেনিসের বিস্ফোরণ৷ সমানে পাল্লা দিয়েছেন কের্বারও৷ প্রথম সেটে প্রায় সমানে সমানে লড়াই৷ লম্বা র্যালি৷ কখনও তুখোড় ভলি৷ কখনও জোরালো গ্রাউন্ড স্ট্রোকে কামব্যাক৷ শেষ পর্যন্ত ৭-৫-এ প্রথম সেট ছিনিয়ে নেন সেরেনা৷ দ্বিতীয় সেটে আর ম্যাচে ফিরতে পারলেন না জার্মান প্রতিপক্ষ৷
গত বছরের উইম্বলডনের পর আর কোনও গ্র্যান্ড স্ল্যাম জিততে পারেননি সেরেনা৷ জার্মান টেনিস কিংবদন্তীর রেকর্ড তাড়া করে বেড়িয়েছেন দীর্ঘদিন৷ শেষ পর্যন্ত স্বপ্ন হল বাস্তব৷
খেলার (Sports) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
ক্রিকেট
জেলার
জেলার
ব্যবসা-বাণিজ্যের
Advertisement