এক্সপ্লোর
Shefali Varma Test Debut: শেফালির ব্যাটে রেকর্ডের বন্য়া, মুগ্ধ সহবাগও
ইংল্যান্ডের বিরুদ্ধে টেস্ট ম্যাচে অনন্য নজির গড়লেন ভারতীয় মহিলা ক্রিকেট দলের ব্যাটসম্যান শেফালি বর্মা।

শেফালি বর্মা
লন্ডন: ইংল্যান্ডের বিরুদ্ধে টেস্ট ম্যাচে অনন্য নজির গড়লেন ভারতীয় মহিলা ক্রিকেট দলের ব্যাটসম্যান শেফালি বর্মা। অভিষেক টেস্ট ম্যাচেই তিনি জোড়া হাফসেঞ্চুরি করলেন। বিশ্বের সবচেয়ে কনিষ্ঠ ক্রিকেটার হিসেবে শেফালি এই কৃতিত্ব গড়লেন। ইংল্যান্ডের ব্রিস্টলের এই ম্যাচে ব্যাট হাতে দুরন্ত ছন্দে রয়েছেন শেফালি। এতদিন এই রেকর্ডটি ছিল অস্ট্রেলিয়ার ক্রিকেটার জেসিকা লুই জোনাসেনের দখলে। তিনি যখন টেস্ট ক্রিকেটে অভিষেক ঘটিয়েছিলেন, তখন তাঁর বয়স ছিল মাত্র ২২ বছর। তিনিও ইংল্যান্ডের বিরুদ্ধে এই কৃতিত্ব অর্জন করেছিলেন। শেফালি এবং জোনাসেন ছাড়াও শ্রীলঙ্কার ভানেসা বাওয়েন এবং ইংল্যান্ডের লেসলি কুক অভিষেক টেস্ট ম্যাচের জোড়া ইনিংসে হাফসেঞ্চুরি করেছিলেন। তবে শেফালি সর্বকনিষ্ঠ হিসাবে এই নজির গড়লেন।
খেলার (Sports) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও পড়ুন






















