এক্সপ্লোর
রোহিত টেস্ট ক্রিকেটের ব্র্যান্ড হয়ে উঠেছেন, স্টিভ স্মিথের রেকর্ড ভেঙে দিতে পারেন, উচ্ছ্বসিত প্রশংসায় শোয়েব আখতার
মাঠে ক্রিকেটারদের পারফরম্যান্স নিয়ে পাকিস্তানের প্রাক্তন পেসার শোয়েব আখতার তাঁর ইউটিউব চ্যানেলে নিয়মিত শো করছেন। সাম্প্রতিক একটি ভিডিওতে শোয়েব ভারতীয় দলের ওপেনার রোহিত শর্মার ব্যাটিং নিয়ে তাঁর প্রতিক্রিয়া জানিয়েছেন।

নয়াদিল্লি: মাঠে ক্রিকেটারদের পারফরম্যান্স নিয়ে পাকিস্তানের প্রাক্তন পেসার শোয়েব আখতার তাঁর ইউটিউব চ্যানেলে নিয়মিত শো করছেন। সাম্প্রতিক একটি ভিডিওতে শোয়েব ভারতীয় দলের ওপেনার রোহিত শর্মার ব্যাটিং নিয়ে তাঁর প্রতিক্রিয়া জানিয়েছেন। তিনি বলেছেন, এর আগে রোহিত টেস্ট ক্রিকেটে নিজের দক্ষতা দেখাতে পারেননি। যার বদলা তিনি এখন নিজে থেকেই নিচ্ছেন। শোয়েব আরও বলেছেন, এভাবে খেলতে থাকলে রোহিত অনায়াসে অজি ব্যাটসম্যান স্টিভ স্মিথের রেকর্ড ভেঙে দেবেন। রোহিত টেস্ট ক্রিকেটে এখন ব্র্যান্ড হয়ে উঠেছেন। উল্লেখ্য, দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ভারতের তিন টেস্টের সিরিজে দুরন্ত পারফর্ম করেছেন রোহিত। তিনটি টেস্টে ওপেনারের ভূমিকায় নেমে মোট ৫২৯ রান করেছেন। এরমধ্যে রয়েছে তৃতীয় টেস্টে দ্বিশতরানের ইনিংসও। সিরিজে মোট তিনটি শতরান করেছেন তিনি। ভারতের হয়ে এখনও পর্যন্ত ৩০ টেস্ট খেলেছেন রোহিত। মোট ২১১৪ রান করেছেন। এরমধ্যে রয়েছে ৬ সেঞ্চুরি ও একটি দ্বিশতরান। তাঁর ব্যাটিং গড় ৪৮.০৫।
খেলার (Sports) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও পড়ুন
POWERED BY
সেরা শিরোনাম
জেলার
ব্যবসা-বাণিজ্যের
ব্যবসা-বাণিজ্যের
খুঁটিনাটি





















