এক্সপ্লোর
Advertisement
বাদুড়, কুকুর, বেড়ালের মাংস খেয়ে করোনা ভাইরাস ছড়়িয়েছে চিনের মানুষ, দাবি শোয়েব আখতারের
আখতার জানিয়েছেন, পিএসএলের চূড়ান্ত পর্ব ফাঁকা স্টেডিয়ামে হওয়ার সিদ্ধান্তে বা আইপিএলের মতো টুর্নামেন্ট পিছিয়ে যাওয়ায় তিনি ব্যথিত।
লাহৌর: বাদুড়, কুকুর, বেড়ালের মাংস খেয়ে আর রক্ত পান করে করোনা ভাইরাস ছড়িয়েছে চিনারা! তার জেরে ভুগতে হচ্ছে গোটা বিশ্বকে!
কোনও বিজ্ঞানী নয়, এহেন ব্যাখ্যা শোয়েব আখতারের!
করোনা আতঙ্কে বাতিল হয়ে যাচ্ছে একের পর এক টুর্নামেন্ট। স্থগিত হয়ে যাচ্ছে সিরিজ। দর্শকশূন্য মাঠে চলছে খেলা। পাকিস্তানের ঘরোয়া টি-টোয়েন্টি টুর্নামেন্ট পাকিস্তান সুপার লিগ (পিএসএল)-এর সেমিফাইনাল-ফাইনাল সহ অন্তিম পর্বের সব খেলা হবে ফাঁকা মাঠে।
যা দেখে বিরক্ত আখতার। পাকিস্তানের প্রাক্তন ফাস্টবোলার করোনা আতঙ্কের জন্য দায়ী করেছেন চিনাদের। নিজের ইউটিউব চ্যানেলে আখতার বলেছেন, ‘আমি জানি না ওরা বাদুড়ের মাংস কেন খায় বা বাদুড়ের রক্ত, মূত্র কেন পান করে আর গোটা বিশ্বে জীবাণু ছড়ায়। আমি চিনাদের কথা বলছি। গোটা বিশ্বকে বিপদের মুখে ফেলেছে ওরা। আমি বুঝতে পারি না কীভাবে কেউ বাদুড়, কুকুর বা বেড়ালের মাংস খেতে পারে। আমি ভীষণ রেগে আছি।’
আখতার আরও বলেছেন, ‘গোটা বিশ্বের বিপদ। পর্যটন শিল্পের বিরাট ক্ষতি। অর্থনীতি ধাক্কা খেয়েছে। গোটা বিশ্ব কার্যত স্তব্ধ হতে বসেছে।’
চিনাদের খাদ্যাভ্যাস পাল্টাতে নতুন আইন প্রণয়নের দাবি তুলেছেন আখতার। বলেছেন, ‘আমি চিনের মানুষের বিপক্ষে নই। তবে পশুদের নিয়ে আইন প্রণয়নের পক্ষে। জানি এটা হয়তো আপনাদের সংস্কৃতি। তবে মানবতার পক্ষে এই খাদ্যাভ্যাস ক্ষতিকারক। বলছি না চিনাদের বয়কট করা হোক। তবে কিছু আইন দরকার। সব কিছু খাওয়া ঠিক নয়।’
আখতার জানিয়েছেন, পিএসএলের চূড়ান্ত পর্ব ফাঁকা স্টেডিয়ামে হওয়ার সিদ্ধান্তে বা আইপিএলের মতো টুর্নামেন্ট পিছিয়ে যাওয়ায় তিনি ব্যথিত।
খেলার (Sports) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
জেলার
জেলার
খুঁটিনাটি
Advertisement