এক্সপ্লোর
Advertisement
তিন নম্বরে সিন্ধু, র্যাঙ্কিংয়ে উন্নতি প্রণীত, শ্রীকান্তের
নয়াদিল্লি: ব্যাডমিন্টনের বিশ্ব র্যাঙ্কিংয়ে ফের উন্নতি হল পিভি সিন্ধুর। গত সপ্তাহেই তিন ধাপ নেমে পাঁচ নম্বরে ছিলেন রিও অলিম্পিকে সিঙ্গলসে রুপোজয়ী এই শাটলার। তবে এবার দু ধাপ উঠে তিন নম্বরে পৌঁছে গিয়েছেন তিনি। এর আগে জীবনের সেরা র্যাঙ্কিং দ্বিতীয় স্থানে উঠে এসেছিলেন সিন্ধু। ফের বিশ্বের সেরা তিন শাটলারের তালিকায় স্থান পেলেন তিনি। সম্প্রতি সিঙ্গাপুর ওপেন সুপার সিরিজের কোয়ার্টার ফাইনালে ওঠেন সিন্ধু। সেই কারণেই তাঁর র্যাঙ্কিংয়ে উন্নতি হল। ভারতের অপর এক মহিলা শাটলার সাইনা নেহওয়াল একধাপ উঠে এখন আট নম্বরে।
সিঙ্গাপুর ওপেনে পুরুষদের সিঙ্গলসে চ্যাম্পিয়ন বি সাই প্রণীত ও রানার্স কিদম্বী শ্রীকান্তেরও র্যাঙ্কিংয়ে উন্নতি হয়েছে। দু জনেই আট ধাপ উঠেছেন। শ্রীকান্ত ২১ ও প্রণীত ২২ নম্বরে আছেন। ভারতীয় পুরুষ শাটলারদের মধ্যে সবার আগে অজয় জয়রাম। তিনি এখন ১৩ নম্বরে আছেন।
খেলার (Sports) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
ক্রিকেট
খবর
ক্রিকেট
জেলার
Advertisement