Paris Olympics 2024: ঝুলিতে নেই কোনও সোনা, একটি রুপো সহ প্যারিসে ভারতের সর্বসাকুল্যে সংগ্রহ ৬ পদক
Paris Olympics Medal: পদকের সংখ্যা বেশি হওয়া তো দূর, সংখ্যাটা কম। এমনকী ঝুলিতে নেই এবার কোনও সোনাও। এমনকী প্রতিবেশি দেশ পাকিস্তানও পদক তালকায় ভারতের ওপরে।
প্যারিস: টোকিওতে নজরকাড়া সাফল্য। সাতটি পদক। একটি সোনা তার মধ্যে ছিল। যেই ফল দেখার পর স্বপ্ন দেখা শুরু করেছিল ভারতবাসী যে প্যারিস অলিম্পিক্সে আরও নজরকাড়া পারফরম্য়ান্স করতে পারবেন ভারতীয় অ্যাথলিটরা। কিন্তু তেমনটা কিন্তু আদতে হল না। পদকের সংখ্যা বেশি হওয়া তো দূর, সংখ্যাটা কম। এমনকী ঝুলিতে নেই এবার কোনও সোনাও। এমনকী প্রতিবেশি দেশ পাকিস্তানও পদক তালকায় ভারতের ওপরে। একনজরে দেখে নেওয়া যাক প্যারিস অলিম্পিক্সের পর ভারতের ঝুলিতে কতগুলো পদক এল -
এবারের প্যারিস অলিম্পিক্সে ভারতের হয়ে রুপো জিতেছেন নীরজ চোপড়া। জ্যাভলিনে টোকিও অলিম্পিক্সে সোনা জিতেছিলেন। কিন্তু এবার পাকিস্তানের আর্শাদ নাদিম সোনা জিতে নেন প্রায় ৯৩ মিটার দূরত্বে জ্যাভলিন ছুড়ে। নীরজ ৮৯.৪৫ মিটার দূরত্বে জ্যাভলিন ছুড়েছিলেন। শ্যুটিংয়ে ব্রোঞ্জ জিতেছিলেন মনু ভাকের ও সরবজ্যোৎ সিংহ। প্রথমে ১০ মিটার এয়ার পিস্তল ইভেন্টে ব্যক্তিগত ইভেন্টে ব্রোঞ্জ জেতেন মনু। পরে মিক্সড টিম ইভেন্টে ব্রোঞ্জ জিতেছিলেন মনু ও সরবজ্যোৎ। ভারতীয় হকি দলও ব্রোঞ্জ জেতে স্পেনকে ২-১ ব্যবধানে হারিয়ে।
কুস্তিতে আমন শেহরাওয়াত ৫৭ কেজি ফ্রিস্টাইল বিভাগে ব্রোঞ্জ জিতেছিলেন। শ্যুটিংয়ে ব্রোঞ্জ জিতেছিলেন স্বপ্নিল কুশালে। এবার ১১৭ জন অ্যাথলিট প্যারিস অলিম্পিক্সে অংশ নিয়েছিলেন। কিন্তু ফল কিন্তু তুলনামূলকভাবে একেবারেই ভাল হয়নি। এরমধ্যে কুস্তিতে বিনেশ ফোগতের নিশ্চিত পদক হাতছাড়া করতে হয় কারণ ফাইনালে উঠলেও ১০০ গ্রাম ওজন বেশি হয়ে যাওয়ায় তাঁকে বাতিল করে দেওয়া হয় টুর্নামেন্ট থেকে। যদিও ক্রীড়া আদালতে পাল্টা আবেদন জানিয়েছেন বিনেশ যাতে রুপোর পদক যুগ্মভাবে তাঁকে দেওয়া হয়। যার রায় আসবে ১৩ আগস্ট।
এদিকে বিনেশের সমর্থনে গলা ফাটিয়েছেন সৌরভ গঙ্গোপাধ্যায়। প্রাক্তন বিসিসিআই সভাপতি ও প্রাক্তন ভারত অধিনায়ক বলেন সৌরভ বলেন, ''আমি জানি না আসল নিয়ম ঠিক কী। কিন্তু যখন একবার ও কুস্তির ফাইনালে পৌঁছেছিল, তখন অবশ্যই ওর সোনা বা রুপো পাওয়ার দাবিদার। কারণ ও যোগ্য হিসেবেই ফাইনালে পৌঁছেছিল। এভাবে ওকে বাতিলের খাতায় ফেলে দেওয়া উচিত নয়। অন্ততপক্ষে রুপো পাওয়ার যোগ্য নিশ্চিতভাবেই ও।''
উল্লেখ্য, আগেরবার লভলিনা বড়গোঁহাই, মীরাবাঈ চানু, পিভি সিন্ধু পদক জিতেছিলেন। এবার যদিও তাঁরা কেউই পদক জিততে পারেননি।
আরও পড়ুন: জাতীয় দলে কে হতে পারেন সুনীলের বিকল্প? কাকে বেছে নিলেন মার্কুয়েজ?