এক্সপ্লোর
Advertisement
সৌরভ, সিধুকে টপকে ভারতীয়দের মধ্যে একদিনের আন্তর্জাতিকে দ্বিতীয় দ্রুততম ২,০০০ রান স্মৃতি মন্ধনার
ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে সিরিজের তৃতীয় ম্যাচে ৭৪ রানের ইনিংস খেলে দলকে জেতানোর পাশাপাশি ব্যক্তিগত রেকর্ডও গড়েছেন স্মৃতি।
অ্যান্টিগা: সৌরভ গঙ্গোপাধ্যায়, নভজ্যোত সিংহ সিধু, বিরাট কোহলিদের টপকে গেলেন ভারতের মহিলা ক্রিকেট দলের ওপেনার স্মৃতি মন্ধনা। ভারতীয়দের মধ্যে একদিনের আন্তর্জাতিকে দ্বিতীয় দ্রুততম ২,০০০ রানের নজির গড়লেন তিনি। ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে সিরিজের তৃতীয় ম্যাচে ৭৪ রানের ইনিংস খেলে দলকে জেতানোর পাশাপাশি ব্যক্তিগত রেকর্ডও গড়েছেন স্মৃতি। তিনি ৫১ ইনিংসে ২,০০০ রান করে ফেললেন। সৌরভ ও সিধু যথাক্রমে ৫২ ইনিংসে ২,০০০ রান করেন। বিরাট নেন ৫৩ ইনিংস। ভারতীয়দের মধ্যে এক্ষেত্রে স্মৃতির আগে শুধু শিখর ধবন (৪৮ ইনিংস)। মহেন্দ্র সিংহ ধোনি (৬২ ইনিংস), রাহুল দ্রাবিড় (৬৩ ইনিংস), বীরেন্দ্র সহবাগ (৬৬ ইনিংস), সচিন তেন্ডুলকর (৭০) ইনিংস।
মহিলা ক্রিকেটারদের মধ্যে একদিনের আন্তর্জাতিকে দ্রুততম ২,০০০ রানের রেকর্ড অস্ট্রেলিয়ার বেলিন্দা ক্লার্কের। তিনি এই রেকর্ড গড়তে মাত্র ৪১ ইনিংস নেন। দ্বিতীয় স্থানে অস্ট্রেলিয়ারই মেগ ল্যানিং (৪৫ ইনিংস)। পুরুষদের ক্রিকেটে দ্রুততম ২,০০০ রানের রেকর্ড দক্ষিণ আফ্রিকার প্রাক্তন তারকা হাশিম আমলা। তিনি মাত্র ৪০ ইনিংসেই এই রেকর্ড গড়েন।
খেলার (Sports) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
খবর
জেলার
খবর
Advertisement